Nirjhor Cantonment Public School & College Jobs

Spread the love

Nirjhor Cantonment Public School College নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিম্নবর্ণিত শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা পদে সরকারীবিধি মোতাবেক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Nirjhor Cantonment Public School College

পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক (Assistant Teacher) – 01 জন।
বেতন: 16000 – 38640 টাকা, গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সন্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী অথবা সমমান জিপিএ।
NTRCA নিবন্ধন সহ বিএড/বিপিএড/এমএড ডিগ্রীসহ শিক্ষকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা: প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer) – 01 জন।
বেতন: 16000 – 38640 টাকা, গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী (২য় শ্রেণি) অথবা সমমান জিপিএ।
কম্পিউটার পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী (Account Assistant) – 02 জন।
বেতন: 10200 – 24680 টাকা, গ্রেড-14
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা শাখা হতে HSC পাস অথবা সমমান ।
কম্পিউটার টাইপিং দক্ষ ও কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা: রিসিপসনিস্ট (Receptionist) – 0১ জন এবং স্টোর কিপার (Store Keeper) – 01 জন।
বেতন: 10200 – 24680 টাকা, গ্রেড-14
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী সহ Receptionist কাজের জন্য বাংলা ও ইংরেজীতে স্পষ্ট কথা বলার পারদশী এবং Store Keeper জন্য উক্ত কাজের অভিজ্ঞতা।

Nirjhor Cantonment Public

Nirjhor Cantonment Public School College অন্যান্য পদের সমূহ: ল্যাব এ্যাটেনডেন্ট – 03 জন (HSC পাস), ম্যাসেঞ্জার – 01 জন (SSC পাস), ফটোকপি অপারেটর – 01 জন (SSC পাস), পরিচ্ছন্নকর্মী – 01 জন (Eight Pass) এবং নিরাপত্তা প্রহরী – 01 জন (Eight Pass)।

আবেদনের নিয়ম: Nirjhor Cantonment Public School College এ সকল কাগজপত্র সহ আগামী 31 March 2019 তারিখের মাধ্যে সভাপতি পরিচালক পর্ষদ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ , প্রযত্নে সিএমটিডি, ঢাকা সেনানিবাস দরখাস্ত পাঠাতে হবে।

পরীক্ষা ফি: 1 নং ও 2 নং পদের জন্য 500 টাকা, 3 নং থেকে 5 নং পর্যন্ত 300 টাকা
এবং 6 নং থেকে 10 নং পর্যন্ত 200 টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট দরখাস্তের সহিত পাঠাতে হবে।

পরীক্ষা সময়সূচী: আগামী 05 April 2019 তারিখ শুক্রবার সকল পদের লিখিত পরীক্ষা অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

 

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় কিভাবে যাবেন? সুবিধা কি?

Google Pixel 10Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *