National University জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ

Spread the love

National University জাতীয় বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার পদে ১০ জন লোক নিয়োগ দিবে, আপনিও এই পদে যোগ্যতা থাকলে Application করতে পারে।

পদের নাম: সেকশন অফিসার – ১০ জন
বেতন:22000-53060 টাকা, বেতন গ্রেড: 9 গ্রেড, বয়স: 21-30 বছর
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী
Other Qualifications: উচ্চতর ডিগ্রী/প্রশিক্ষণ/যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, এছাড়া শিক্ষা জীবনে কোন স্তরেই তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নহে।

শর্তাবলী:
আগ্রহী প্রার্থীদের আগামী ১১-০৪-২০১৯ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/jobs পাওয়া যাবে। Application Form পূরনের মাধ্যমে আবেদন করিতে হইবে। উক্ত Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ১২-০৩-২০১৯ তারিখ হইতে বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে। পেস্লিপ সংগ্রহ জমাদানের নিয়ম: www.nubd.info/jobs এ Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পরে User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে হবে।

Online Application Form (nubd):
প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা সনদপত্র, চাকুরীরত হলে কর্তৃপক্ষের অনুমতি পত্র এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে। nubd তে Application deadline: ১১-০৪-২০১৯ ইং এবং বসয়সীমার হিসাব করিতে হইবে। বি:দ্র: সকল Update ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের Website (nubd.info) এর মাধ্যমে জানানো হবে। সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হবে।

আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *