বাংলাদেশ নৌবাহিনী (Join Bangladesh Navy) ২০২১-এ অফিসার ক্যাডেট নিয়োগ

Spread the love

বাংলাদেশ নৌবাহিনী (Join Bangladesh Navy) ২০২১

বিদেশ প্রশিক্ষণের সুযোগ: Toalca Annapolis, USA; Britannia Royal Naval College, UK; Dalian Naval Academy, China; CFLS, DET-Saint Jean, Canada; General Sir John Kotelawala Defence University (KDU), Sri Lanka; Naval Academy (Tuzla) Turkey Te Tictat নৌবাহিনীর মেধাবী মিডশিপম্যান এবং এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট প্রশিক্ষণত আছে।

জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট নৌকমান্ডা ও সাবমেরিনার হতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে

উপযুক্ততা 03 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট

  1. বয়স: 01 January 2021 তারিখে 16.5 Years to 21 Years.
      1. শারীরিক মান (ন্যুনতম) পুরুষ:

    ক। উচ্চতা: ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”)
    খ। ওজন : ৫০ কেজি
    গ। বুকের মাপ স্বাভাবিক: ৭৬ সেঃ মিঃ (৩০”)

    শারীরিক মান (ন্যুনতম) মহিলা:
    ক। উচ্চতা: ১৫৫ সেঃ মিঃ (৫’-১”)
    খ। ওজন : ৪৬ কেজি
    গ। বুকের মাপ স্বাভাবিক:  ৭১ সেঃ মিঃ (২৮”)

    Education Qualification: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগে)/সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 4.55 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম GPA 4.00 প্রাপ্ত হবে হবে।
    ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।

    বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

    জাতীয়তা: বাংলাদেশী পুরষ ও মহিলা নাগরিক।

    Bangladesh Navy

    বেতন ও ভাতা:
    সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসা ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তী মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।

  1. আবেদন ফরম সংগ্রহ ও পূরণ:
    আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন Apply Now ক্লিক করে আবেদন করতে হবে।
    Online Fee: অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আবেদন ফি 700/- টাকা।আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ: 26 February 2020আবেদন পাঠানোর ঠিকানা: পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।

    নতুন চাকরির খবর : কৃষি গবেষনায় চাকরি।

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *