Join Bangladesh Navy । বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন

Spread the love

Join Bangladesh Navy

Join Bangladesh Navy / বাংলাদেশ নৌবাহিনীতে যোগদিন এবং আপনার সন্তান এবং দেশের নৌ সীমানা রক্ষায় বড় ভুমিকা পালন করুন।

১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা – পুরুষ।
ক। বয়স। ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।
খ। শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম)। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি ।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত।
ঘ। নিয়ােগ। চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী/স্থায়ী কমিশন প্রদান করা হবে।

২। সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা।
ক। বয়স। ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর ।
খ। শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম)। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি ।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত।
ঘ। নিয়ােগ। চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে।

আরও পড়ুন >> প্রতিদিন হাঁটার উপকারিতা || দিনে প্রায় ৬০০০ ধাপ হাটতে হবে

৩। শিক্ষা শাখা – পুরুষ ও মহিলা।
ক। বয়স। ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
খ। শিক্ষাগত যােগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত/বিবাহিত। ঘ। নিয়ােগ। চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং ইন্ট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে।

৪। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা।
ক। বয়স। ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
খ। শিক্ষাগত যােগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত/বিবাহিত।

Join Bangladesh Navy

পুরুষ শারীরিক যোগ্যতাঃ
সকল শাখার জন্য শারীরিক মান (ন্যূনতম)
ক। উচ্চতা : ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”)
খ। ওজন ৫০ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”) এবং সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”)

মহিলা শারীরিক যোগ্যতাঃ
ক। উচ্চতা : ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”)
খ। ওজন ৪৭ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮) এবং সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০”)
* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযােগ্য বিবেচিত হবে)।

zohabd-apply button

অনলাইনে আবেদনের ঠিকানাঃ www.joinnavy.navy.mil.bd
আবেদন শেষ তারিখঃ ৩১ মে ২০২২ ইং

ভিডিও দেখুন >> চোর না শুনে ধর্মের কাহিনী | নাটোরের বুলেট বক্তা

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *