বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPAB Job Circular

Spread the love

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB)’র নিম্নোক্ত পদ সমূহের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: মেডিকেল অফিসার
পদের সংখ্যা: 06 টি
Education Qualification: এমবিবিএস ডিগ্রী পাশ ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। প্রজনন ও যৌন স্বাস্থ্য/প্রসূতি/স্ত্রীরোগ বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া
বেতন: মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে 25000/-।

পদের নাম: ম্যানেজার (অডিট)
পদের সংখ্যা: 01 টি (জাতীয় কার্যালয়)
Education Qualification:  স্নাতকোত্তর, সিএ কোর্স সম্পন্ন। ম্যানেজেরিয়াল লেভেলে কাজ করার ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা  সাপেক্ষে।

পদের নাম:  উপ-ব্যবস্থাপক (লিগ্যাল এন্ড এষ্টেট)
পদের সংখ্যা: 01 টি (জাতীয় কার্যালয়)।
Education Qualification: এলএলবি, জমি-জমা সংক্রান্ত কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

পদের নাম: কো-অর্ডিনেটর (প্রাগ্রাম)
পদের সংখ্যাঃ 16 টি
Education Qualification: ন্যূনতম স্নাতকোত্তর। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এনজিও অথবা উন্নয়নমূলক/জনস্বাস্থ্য বিষয়ে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: 9000-20340/- টাকা

পদের নাম: এক্সিকিউটিভ কাউন্সিলিং
পদের সংখ্যা: 05 টি
Education Qualification: এফডব্লিউভি ট্রেনিং/ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী/ মাষ্টার্স পাস ও পরিবার পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: 6750-15660/- টাকা

পদের নাম: এক্সিকিউটিভ ক্লিনিক্যাল সার্ভিস
পদের সংখ্যাঃ 22টি
Education Qualification: ম্যাটস হতে মেডিক্যাল এ্যাসিসট্যান্ট কোর্সে উত্তীর্ণ, এফডব্লিউভিটিআই হতে এফডব্লিউভি ট্রেনিং অথবা নার্সিং ডিগ্রীপ্রাপ্ত
বেতন স্কেল: 6750-17370/- টাকা

পদের নাম: এক্সিকিউটিভ ল্যাব টেকনোলজিষ্ট
পদের সংখ্যাঃ 12 টি
Education Qualification: সরকারীভাবে স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ডিগ্রীধারী হতে
বেতন স্কেল: 6750-17370/- টাকা

পদের নাম: এ্যাসিসট্যান্ট (ট্রান্সপোর্ট)
পদের সংখ্যা: 09 টি
Education Qualification: নমূনতম এসএসসি পাস।
বেতন স্কেল: 5400-12690/- টাকা

উপযুক্ত ষ্টাফগন এফপিএবির নিয়মানুযায়ী ষ্টাফ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্টিবীমা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আগামী 07 May 2019 ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা-১০০০ এর এই ঠিকানায় অথবা ই-মেইলঃ atiar@fpab.org.bd আবেদন পত্র পৌছাতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *