বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPAB Job Circular

Spread the love

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB)’র নিম্নোক্ত পদ সমূহের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: মেডিকেল অফিসার
পদের সংখ্যা: 06 টি
Education Qualification: এমবিবিএস ডিগ্রী পাশ ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। প্রজনন ও যৌন স্বাস্থ্য/প্রসূতি/স্ত্রীরোগ বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া
বেতন: মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে 25000/-।

পদের নাম: ম্যানেজার (অডিট)
পদের সংখ্যা: 01 টি (জাতীয় কার্যালয়)
Education Qualification:  স্নাতকোত্তর, সিএ কোর্স সম্পন্ন। ম্যানেজেরিয়াল লেভেলে কাজ করার ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা  সাপেক্ষে।

পদের নাম:  উপ-ব্যবস্থাপক (লিগ্যাল এন্ড এষ্টেট)
পদের সংখ্যা: 01 টি (জাতীয় কার্যালয়)।
Education Qualification: এলএলবি, জমি-জমা সংক্রান্ত কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

পদের নাম: কো-অর্ডিনেটর (প্রাগ্রাম)
পদের সংখ্যাঃ 16 টি
Education Qualification: ন্যূনতম স্নাতকোত্তর। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এনজিও অথবা উন্নয়নমূলক/জনস্বাস্থ্য বিষয়ে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: 9000-20340/- টাকা

পদের নাম: এক্সিকিউটিভ কাউন্সিলিং
পদের সংখ্যা: 05 টি
Education Qualification: এফডব্লিউভি ট্রেনিং/ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী/ মাষ্টার্স পাস ও পরিবার পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: 6750-15660/- টাকা

পদের নাম: এক্সিকিউটিভ ক্লিনিক্যাল সার্ভিস
পদের সংখ্যাঃ 22টি
Education Qualification: ম্যাটস হতে মেডিক্যাল এ্যাসিসট্যান্ট কোর্সে উত্তীর্ণ, এফডব্লিউভিটিআই হতে এফডব্লিউভি ট্রেনিং অথবা নার্সিং ডিগ্রীপ্রাপ্ত
বেতন স্কেল: 6750-17370/- টাকা

পদের নাম: এক্সিকিউটিভ ল্যাব টেকনোলজিষ্ট
পদের সংখ্যাঃ 12 টি
Education Qualification: সরকারীভাবে স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ডিগ্রীধারী হতে
বেতন স্কেল: 6750-17370/- টাকা

পদের নাম: এ্যাসিসট্যান্ট (ট্রান্সপোর্ট)
পদের সংখ্যা: 09 টি
Education Qualification: নমূনতম এসএসসি পাস।
বেতন স্কেল: 5400-12690/- টাকা

উপযুক্ত ষ্টাফগন এফপিএবির নিয়মানুযায়ী ষ্টাফ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্টিবীমা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আগামী 07 May 2019 ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা-১০০০ এর এই ঠিকানায় অথবা ই-মেইলঃ atiar@fpab.org.bd আবেদন পত্র পৌছাতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Check Also

গণপূর্ত অধিদপ্তরে

গণপূর্ত অধিদপ্তরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Spread the loveগণপূর্ত অধিদপ্তরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরে -এ স্থায়ী ভিত্তিতে মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *