English Grammar KINDS OF VERBS

Spread the love

Verb: যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verbs বলে। Verb কে ইংরেজি sentence এর হৃদয় বলা হয়। Verbs ছাড়া কোন sentence গঠন করা সম্ভব নয়।
Example: run, walk, buy, sleep, go, sell, eat etc.

Verb প্রধানত ২ প্রকারঃ
(a) Finite Verb
(b) Non-finite Verb

Finite Verb: যে Verb কোন Sentence এর বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত Sentence এর Subject(Nominative) ও Number অনুযায়ী যার রূপ নির্ণীত হয় তাকে Finite Verb বলে।

Example: Trisna sings a song.

Non-finite Verb: যে Verb দ্বারা Sentence এর বক্তব্য শেষ হয় না এবং কোন Subject(Nominative) এর person ও Number দ্বারা যার রূপ নির্ণীত হয় না তাকে Non-finite Verb বলে।

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

Example: Trisna likes to sing a song.

Finite verb আবার ২ প্রকারঃ
(a) Principle Verb
(b) Auxiliary Verb

Principle Verb: যে সমস্ত Verb অন্য কোন Verb এর সাহায্য ব্যাতিত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Principle Verb বলে।

Example: The boy plays football.

Auxiliary Verb: যে সমস্ত Verb এর নিজস্ব অর্থ নেই এবং বিভিন্ন প্রকার Sentence, Tense, Voice বা Mood এর বিভিন্ন রূপ গঠনের জন্য Principle Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে।

Example: He has eaten rice.

 

Principle Verb আবার ২ প্রকারঃ
(a) Transitive Verb
(b) Intransitive Verb

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

Transitive Verb: যে Verb একাকী Sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে না,অর্থকে সম্পুন্ন করতে অন্য কোন Word এর সাহায্য গ্রহন করতে হয় তাকে Transitive Verb বলে।

Example: I drink,The boy eats.

Intransitive Verbঃ যে Verb অন্য কোন Word এর সাহায্য বাতিত অর্থাৎ Object গ্রহন না করে অর্থকে সম্পুন্ন করতে পারে তাকে Intransitive Verb বলে।

Example: The girl Sing. Birds fly.

আরো জানতে : সহজে ও সংক্ষিপ্ত আকারে Voice Change বা বাচ্য পরিবর্তন

Check Also

কারক কাকে বলে

কারক কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা কর।

Spread the loveকারক কাকে বলে? মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *