ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University নিম্নলিখিত শূন্য পদগুলো পূরণের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাইতেছে:
১।পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার
পদের সংখ্যা ও বেতন: ১ (এক)টি, ৩৫,৫০০-৬৭,০১০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে সরকারি/আধাসরকারি/ স্বায়ত্বশাসিত/ বেসরকারি প্রতিষ্ঠানে Python, Java, Oracle, HTML5, CSS3, JQUERY, React, AngularJS সহ অন্যান্য সম সাময়িক UI Framework ব্যবহার করে ওয়েবভিত্তিক এ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরীর। Database Optimization, Design pattern এবং Mobile Apps Development এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য।
২।পদের নাম: সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা ও বেতন: ২ (দুই)টি, ২২,০০০-৫৩,০৬৩/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। Virtual Server কনফিগারেশন ও রক্ষণাবেক্ষণ-এর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। CCNA (R&S)/CCNA Security/CCNP অথবা সমমানের ভেন্ডর সাটিফিকেট থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
৩।পদের নাম: সহকারী হার্ডওয়ার ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা ও বেতন: ২ (দুই)টি, ২২,০০০-৫৩,০৬৩/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ তথ্য প্রযুক্তিবিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। CCDP/CCDS অথবা সমমানের ভেন্ডর সার্টিফিকেট থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।
৪। পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার
পদের সংখ্যা ও বেতন: ২ (দুই)টি, ২২,০০০-৫৩,০৬৩/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তিবিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। Mobile Apps Development এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
শর্তাবলী:
ক. রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/-(সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট।
খ. সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্থ দরখাস্ত জমা দিতে হবে।
গ. আবেদনের সময়: আগামী ২১-১১-২০১৯ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌছাইতে হইবে।
ঘ. চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করিতে হইবে।