ঢাকা বিশ্ববিদ্যালয়। Dhaka University । Jobs

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University নিম্নলিখিত শূন্য পদগুলো পূরণের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাইতেছে:

১।পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার
পদের সংখ্যা ও বেতন: ১ (এক)টি, ৩৫,৫০০-৬৭,০১০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে সরকারি/আধাসরকারি/ স্বায়ত্বশাসিত/ বেসরকারি প্রতিষ্ঠানে Python, Java, Oracle, HTML5, CSS3, JQUERY, React, AngularJS সহ অন্যান্য সম সাময়িক UI Framework ব্যবহার করে ওয়েবভিত্তিক এ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরীর। Database Optimization, Design pattern এবং Mobile Apps Development এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য।

২।পদের নাম: সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা ও বেতন: ২ (দুই)টি, ২২,০০০-৫৩,০৬৩/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। Virtual Server কনফিগারেশন ও রক্ষণাবেক্ষণ-এর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। CCNA (R&S)/CCNA Security/CCNP অথবা সমমানের ভেন্ডর সাটিফিকেট থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

৩।পদের নাম: সহকারী হার্ডওয়ার ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা ও বেতন: ২ (দুই)টি, ২২,০০০-৫৩,০৬৩/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ তথ্য প্রযুক্তিবিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। CCDP/CCDS অথবা সমমানের ভেন্ডর সার্টিফিকেট থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে।

৪। পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার
পদের সংখ্যা ও বেতন: ২ (দুই)টি, ২২,০০০-৫৩,০৬৩/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তিবিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। Mobile Apps Development এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

শর্তাবলী:
ক. রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/-(সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট।
খ. সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্থ দরখাস্ত জমা দিতে হবে।
গ. আবেদনের সময়: আগামী ২১-১১-২০১৯ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌছাইতে হইবে।
ঘ. চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করিতে হইবে।

 

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *