স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন
“সার্বিক প্রাম উন্নয়ন কর্মসূচি (CVDP) 430 জন-৩য় পর্যায়” শীর্ষক প্রকল্পের নিম্নলিখিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিক্তিতে প্রকল্প মেয়াদে লোকবল নিয়োগ করা হবে।
পদের নাম: মাঠ সংগঠক (Field Organizer) – 258 জন।
বেতন: মূল বেতন-১০,২০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ বা সমমান হতে হবে। প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার ও বয়স শিথিলযোগ্য।
পদের নাম: হিসাব রক্ষক (Accountant)- 01 জন
বেতন: মূল বেতন-১০,২০০/ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা। এ ধরণের
প্রকল্পে কাজ করার অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার ও বয়স শিথিলযোগ্য।
পদের নাম: হিসাব সহকারী (Accounts Assistant) -04 জন
বেতন: মূল বেতন-৯,৩০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক (বাণিজ্য) পাশ এবং সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা। এ ধরণের প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার ও বয়স শিথিলযোগ্য।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant-Cum-Computer Typist) -167 জন।
বেতন: মূল বেতন-৯,৩০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ। টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ।
এবং ইংরেজীতে ২৫ শব্দ।
শর্তাবলী:
1. 23 April 2019 তারিখে বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।
2. অনলাইনে আবেদনপত্র পূরণ http://ovdp3.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 23 April 2019 সকাল 10AM টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 14 May 2019 বিকাল 5PM উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
iii. আবেদন ফি: 150/- টাকা।