বাংলাদেশ ডাক বিভাগ bd post office ডাক অধিদপ্তরের সহকারী নিয়ন্ত্রক (স্ট্যাম্পস) এর কার্যালয়, ডাক ভবন, ঢাকা অফিসের নিম্নবর্ণিত রাজস্বভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১। পদের নাম ও সংখ্যা: সহকারী পরিদর্শক- ০২ জন
বেতন ও গ্রেড: ১১০০০-২৬৫৯০/-টাকা, ১৩ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানের ডিগ্রী।
০২। পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী-০৪ জন
বেতন ও গ্রেড: ১০২০০-২৪৬৮০/- টাকা, ১৪ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানের ডিগ্রী।
০৩। পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১ জন
বেতন ও গ্রেড: ৯৩০০-২২৪৯০/- টাকা, ১৬ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান ডিগ্রি পাশ, কম্পিউটারে অভিজ্ঞতা থাকা বাঞ্চনিয়।
০৪। পদের নাম ও সংখ্যা: কাউন্টার-০১ জন
বেতন ও গ্রেড: ৮৮০০-২১৩১০/- টাকা, ১৮ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাশ।
০৫। পদের নাম ও সংখ্যা: প্যাকার-০২ জন
বেতন ও গ্রেড: ৮৫০০-২০৫৭০/- টাকা, ১৯ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাশ।
০৬। পদের নাম ও সংখ্যা: আর্মড গার্ড- ০৩ জন
বেতন ও গ্রেড: ৮৫০০-২০৫৭০/- টাকা, ১৯ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাশ, অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
০৭। পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক-০১ জন
বেতন ও গ্রেড: ৮৫০০-২০৫৭০/- টাকা, ১৯ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাশ।
০৮। পদের নাম ও সংখ্যা: কুলি-০১ জন
বেতন ও গ্রেড: ৮৫০০-২০৫৭০/- টাকা, ১৯ তম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাশ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স: 28 May 2019 তারিখের হিসেবে ১৮ হতে ৩০ বছর।
পরীক্ষা ফি: পদ ১-৩ পর্যন্ত ১১২/-টাকা এবং ৪-৮ পর্যন্ত ৫৬/-টাকা।
আবেদনের নিয়ম: Online-এ আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা: http://bdpost.teletalk.com.bd
বিস্তারিত জানতে: www.bdpost.gov.bd
Online শুরুর তারিখ: 28 May 2019 ইং
Online শেষ তারিখ: 27 June 2019 ইং, বিকেল: ০৫.০০টা।