বসুন্ধরা গ্রুপ চাকরি। Bashundhara Group Job

Spread the love

বসুন্ধরা গ্রুপ Bashundhara Group-এর স্বনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস লিঃ, কেরানীগঞ্জ, ঢাকা এ জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু দক্ষ জনবল নিয়োগ করা হবে।

০১। পদের নাম: প্রসেস অপারেটর
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ কেমিক্যাল প্রসেসে ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
Experience: তেল ও গ্যাস প্রক্রিয়াকরণে ফিল্ড অপারেটর হিসাবে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

০২।পদের নাম: ইউটিলিটি অপারেটর
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ,বয়লার অপারেটর হিসাবে ফর্মাল ট্রেনিং এবং সার্টিফিকেশন প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
Experience: তেল ও গ্যাস কোম্পানিতে অপারেট হিসেবে পাওয়ার প্লান্ট অথবা ইউটিলিটি সিস্টেমে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

০৩। পদের নাম: সাবস্টেশন অপারেটর
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ,বয়লার অপারেটর হিসাবে ফর্মাল ট্রেনিং এবং সার্টিফিকেশন প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
Experience: এইচভি সাবস্টেশন এটেন্ডেন্ট হিসাবে অথবা পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

০৪। পদের নাম: অয়েল মুভমেন্ট অপারেটর
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ
Experience: বৃহৎ তেল ও গ্যাস স্টোরেজ প্লান্টে ফিল্ড অপারেটর হিসাবে কমপক্ষে ৩ অপারেটর বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

০৫। পদের নাম: জেটি অপারেটর
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ
Experience: জেটি অপারেশন, ভেসেল মুরিং, ওয়েল লোডিং, আনলোডিং এবং লোড আর্ম অপারেশনে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
০৬। পদের নাম: মেইনটেনেন্স টেকনিশিয়ান মেকানিক্যাল
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
Experience: রটেটিং মেশিনারি এবং স্ট্যাটিক, ইকুইপমেন্ট মেইনটেনেন্স।

০৭। পদের নাম: মেইনটেনেন্স টেকনিশিয়ান কন্ট্রোল
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
Experience: PLC/DCS ভিত্তিক কন্ট্রোল সিস্টেমের মেইনটেনেন্স ও ইঞ্জিনিয়ারিং।

০৮। পদের নাম: মেইনটেনেন্স টেকনিশিয়ান ইলেক্ট্রিক্যাল
Education Qualification: এইচএসসি – বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
Experience: ইলেক্ট্রিক্যাল মোটর, পাওয়ার ডিপ্লোমা ডিস্ট্রিবিউশন এবং সুইচ গিয়ার্স উপর কমপক্ষে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন শেষ তারিখ: 30 May 2019 ইং ।

জেনারেল ম্যানেজার (মানবসম্পদ ও প্রশাসন)। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস-১, প্লট- ০৩, ব্লক- জি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা,বারিধারা, ঢাকা-১২২৯।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *