Bangladesh Road Transport Corporation (BRTC) jobs

Spread the love

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন Bangladesh Road Transport Corporation (BRTC)-এর অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের
জন্য কিছু সংখ্যক চালক-এর শূন্য পদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

পদের নাম: বাস/ট্রাক চালক
পদের সংখ্যা: 413 জন
বেতন : 9300-22490/- টাকাবয়স: 32 বছর (03 May 2019 তারিখ হিসেবে)
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification & Experience):
ক)ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
খ)আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ)আবেদনকারী প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর তাকে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট,
গাজীপুর থেকে ভারী যান চালনার উপর কমপক্ষে ১৫ (পনের) দিনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
ঘ)বিধি মোতাবেক হেভী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে;
ঙ) এ প্রক্রিয়ায় বিআরটিসিতে যারা নিয়োগ পাবেন তাদেরকে ও বিধি। বাধ্যতামূলকভাবে বিআরটিসি’তে ১০(দশ) বছর চাকরি করতে হবে।
চ) যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ এবং খুচরা অন্যান্য যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ছ) পরিযাণ বিধি এবং মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে।
জ) প্রার্থী মাদকাসক্ত প্রমাণিত হলে তিনি নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।
ঝ) প্রার্থীকে মেডিকেল টেস্ট ও ড্রাইভিংসহ অন্যান্য টেস্টে যোগ্য বিবেচিত হতে হবে।
ঞ) কোন প্রার্থীর আবেদনে ভুল, মিথ্যা তথ্য থাকলে বা কোন তথ্য গোপন করলে এবং কোন প্রকার তদবির বা
অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি করলে তিনি নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

শর্তাবলী:
ক) পরীক্ষা ফি: 150/- (একশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে;

খ) আবেদনপত্র আগামী 16 june 2019 তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পৌঁছাতে হবে।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *