বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। Bangladesh Ordnance Factories নিম্নোক্ত শূন্যপদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে http://bof.teletalk.com.bd ওয়েবসাইটে Online-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১। পদের নাম: অফিস সুপারিনটেনডেন্ট (Office Superintendent)- ১টি
বেতন: ১২৫০০-৩০২৩০ (১১তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ, কম্পিউটারে ভাল জ্ঞান থাকতে হবে।
০২। পদের নাম: সিনিয়র সহকারী | (Senior Assistant)-০১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ (১৪তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ, কম্পিউটারে ভাল জ্ঞান থাকতে হবে।
০৩। স্টোনো টাইপিষ্ট কাম পিএ (Stenotypist Cum PA)- ১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ (১৪তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ পাশ।
০৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)-১৬টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (১৬তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ পাশ।
০৫। গোডাউন কিপার (Godown Keeper) -৪টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (১৬তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ পাশ।
০৬। পদের নাম: ডাইভার (Driver)- ৫টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (১৬তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
০৭। পদের নাম: মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট (Medical Assistant) – ১টি
বেতন: ৮৫০০-২০৫৭০(১৯তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
০৮। পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician) -২৪টি
বেতন: ৮৫০০-২০৫৭০ (১৯তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
০৯। পদের নাম: নিরাপত্তা কর্মী – (Security Worker)-১টি
বেতন: ৮৫০০-২০৫৭০ (১৯তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
১০। পদের নাম: টেকনিক্যাল হেলপার (Technical Helper) -৭৭টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
১১। পদের নাম: আর্দলী (Orderly) -৩টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
১২। পদের নাম: দারোয়ান গেইট গার্ড (Gate Guard) -৪টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড) ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
১৩। মালি (Mali) -২টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
১৪। লেবার (Labour)-৫টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
১৫ | ক্লিনার (Cleaner)-২টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
শর্তাবলী:
আবেদনের সয়সীমা নিম্নরূপ:
(১) online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ জুন ২০১৯খ্রি. সকাল ১০.০০টা।
(২) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০১৯খ্রি. বিকাল ০৫.০০টা।
পরীক্ষার ফি:
(১)ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ -এ বর্ণিত পদসমূহের জন্য ১১২/- টাকা
(২)ক্রমিক নং ১০, ১১, ১২, ১৩, ১৪, ও ১৫ -এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা। অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এসএমএস:
(১) প্রথম SMS: BOF<space>USER ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
(২)দ্বিতীয় SMS: BOF<space>yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।