Bangladesh Ordnance Factories job 2019

Spread the love

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। Bangladesh Ordnance Factories নিম্নোক্ত শূন্যপদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে http://bof.teletalk.com.bd ওয়েবসাইটে Online-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

০১। পদের নাম: অফিস সুপারিনটেনডেন্ট (Office Superintendent)- ১টি
বেতন: ১২৫০০-৩০২৩০ (১১তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ, কম্পিউটারে ভাল জ্ঞান থাকতে হবে।

০২। পদের নাম: সিনিয়র সহকারী | (Senior Assistant)-০১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ (১৪তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ, কম্পিউটারে ভাল জ্ঞান থাকতে হবে।

০৩। স্টোনো টাইপিষ্ট কাম পিএ (Stenotypist Cum PA)- ১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ (১৪তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ পাশ।

০৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)-১৬টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (১৬তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ পাশ।

০৫। গোডাউন কিপার (Godown Keeper) -৪টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (১৬তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ পাশ।

০৬। পদের নাম: ডাইভার (Driver)- ৫টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (১৬তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

০৭। পদের নাম: মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট (Medical Assistant) – ১টি
বেতন: ৮৫০০-২০৫৭০(১৯তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

০৮। পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician) -২৪টি
বেতন: ৮৫০০-২০৫৭০ (১৯তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

০৯। পদের নাম: নিরাপত্তা কর্মী – (Security Worker)-১টি
বেতন: ৮৫০০-২০৫৭০ (১৯তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

১০। পদের নাম: টেকনিক্যাল হেলপার (Technical Helper) -৭৭টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

১১। পদের নাম: আর্দলী (Orderly) -৩টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

১২। পদের নাম: দারোয়ান গেইট গার্ড (Gate Guard) -৪টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড) ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

১৩। মালি (Mali) -২টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।

১৪। লেবার (Labour)-৫টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।

১৫ | ক্লিনার (Cleaner)-২টি
বেতন: ৮২৫০-২০০১০ (২০তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।

শর্তাবলী:
আবেদনের সয়সীমা নিম্নরূপ:
(১) online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ জুন ২০১৯খ্রি. সকাল ১০.০০টা।
(২) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০১৯খ্রি. বিকাল ০৫.০০টা।

পরীক্ষার ফি:
(১)ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ -এ বর্ণিত পদসমূহের জন্য ১১২/- টাকা
(২)ক্রমিক নং ১০, ১১, ১২, ১৩, ১৪, ও ১৫ -এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা। অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এসএমএস:
(১) প্রথম SMS: BOF<space>USER ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
(২)দ্বিতীয় SMS: BOF<space>yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *