Bangladesh Fire Service & Civil Defense । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

Spread the love

Bangladesh Fire Service and Civil Defense ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে দরখাস্ত/আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: ড্রাইভার (Driver)
পদের সংখ্যা: 52 জন
বেতন স্কেল: 9700-23490/-
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস (Eight Pass)
অভিজ্ঞতা: ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী
শারীরিক যোগ্যতাঃ-উচ্চতাঃ- 5 fit 4 inc, বুকঃ- 32 inc ন্যূনতম, ওজনঃ- 110 পাউন্ড ন্যূনতম।

আরো পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

আবেদনের জেলা সমূহ: বিজ্ঞপ্তি অনুযায়ী

শর্তাবলিঃ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারী নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থীর নিজ হাতে স্বাক্ষরসহ আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের ফরম ও প্রবেশ পত্রের
নমুনা কপি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) পাওয়া যাবে।

ডাউনলোড ফরম
আবেদনকারীর বয়স: 01 May 2019 তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে।

পরীক্ষার ফি: 100/- (এক শত) টাকা (অফেরতযোগ্য) মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা এর অনুকূলে 1-7361-0000-2031 কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে (ট্রেজারি শাখায়)} জমা করে ট্রেজারি চালানের মূল কপি ( পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার গ্রহণযোগ্য নয়)।

Check Also

গোল্ডেন হারভেস্টে

গোল্ডেন হারভেস্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪০০ জনের বিশাল নিয়োগ

Spread the loveগোল্ডেন হারভেস্টে ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *