বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ Circular

Spread the love

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(BCSIR)নিম্নেলিখিত সাপেক্ষে আস্থা ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে
Online দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী 09 ফেব্রুয়ারি 2020 খ্রিঃ তারিখে online এর মাধ্যমে আবেদন করতে হবে।

১। সিনিয়র প্রিপিশাল ইঞ্জিনিয়ার (স্থায়ী পদ)-১টি
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখায় পিএইডি/এমএসসি/এমএস কেমিক্যাল প্লান্ট ডিজাইনের ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন।

২। সায়েন্টিফিক অফিসার (এসও)-১০ টি
বিষয়: রসায়ন -১টি, ফলিত রসায়ন-১টি, ফুড টেকনোলজি-১টি, ফার্মেসী-১টি,
বায়োকেমিষ্ট্রি -২টি, বায়োটেকনোলজি-২টি, এমএসই পাথলজি-১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানের সংশ্লিষ্ট প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) সহ এমএসসি অথাব এমএসসি ডিগ্রি।

More Offer >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

৩। সহকারি স্টোর অফিসার -১টি
শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে অনার্স ডিগ্রিসহ ৩ বছরের অভিজ্ঞতা।


৪। সাঁট-লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি সহ কম্পিউটার জানা থাকতে হবে।

৫। টেকনিশিয়ান -১টি
শিক্ষাগত যোগ্যতা:বিএসসি ডিগ্রিসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৬। জুনিয়র টেকনিশিয়ান -১টি
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি (বিজ্ঞান) অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের সাটিফিকেট।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

৭। উচ্চমান সহকারি -১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সহ ১ বছরের অভিজ্ঞতা।

৮। অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

৯। ইলেট্রিশিয়ান -১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

শর্তাবলী:
ক। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
খ। https://bcsir10.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
গ। আবেদনের সময়সীমা:
i. Online-এ আবেদনপত্র শুরুর তারিখ 07 জানুয়ারি2020 খ্রিঃ,
ii, Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 09 ফেব্রুয়ারি 2020 খ্রিঃ, বিকাল ৫০০ টা।

পরীক্ষা ফি: ১নং পদের জন্য ৫৫৬/- টাকা, ২নং পদের জন্য ৪৪৫/-টাকা, ৩নং পদের জন্য ২২৩/- টাকা এবং ৪ থেকে ৯ নং পদের জন্য ১১২/-টাকা।

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *