বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদিন ২০২০

Spread the love

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন ৭৫তম ডিএসএসসি (এএমসি) পুরুষ/মহিলা নিয়োগ করা হবে।

যোগ্যতা সমূহ:

বয়স : ১ জুলাই ২০২০ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থীদের জন্য: উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
ওজন: ৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড)
বুকের মাপ: স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ -০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

মহিলা প্রার্থীদের জন্য: উচ্চতা: ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন: ৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)
বুকের মাপ: স্বাভাবিক -০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ -০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

টিকা: উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকারী অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টাণশীপ সম্পন্নকারী।

বৈবাহিক অবস্থা: পুরুষ অবিবাহিত এবং মহিলা: বিবাহিত/অবিবাহিত

জাতীয়তা: বাংলাদেশী।

নির্বাচন পদ্ধতি: ক) লিখিত পরীক্ষা, খ) প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিত পরীক্ষা, গ) আইএসএসবি পরীক্ষা এবং ঘ) চুড়ান্ত নির্বাচন ও যোগদান।

আবেদন করার পদ্ধতি: আগমী ১০ জানুয়ারি ২০২০ তারিখ হতে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ঠিকানা : https://joinbangladesharmy.army.mil.bd

পরীক্ষা ফি: ১০০০/- টাকা মাত্র।

৫৪তম বিএমএ স্পেশাল কোর্স, ৩৩তম ডিএসএসসি এবং ৪৭তম ডিএসএসসি কোর্সে ভর্তি

Loading spinner

Check Also

বাংলাদেশের ফুটবল

বাংলাদেশের ফুটবল বাংলা রচনা সকল শ্রেণির জন্য

Spread the loveবাংলাদেশের ফুটবল ভূমিকা: ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। কয়েক দশক আগেও বাংলাদেশের গ্রামে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *