BAF Shaheen College | বিএএফ শাহীন স্কুল ও কলেজ শাখায় নিম্নবর্ণিত বিষয়ে নিজস্ব অর্থায়নে সৃষ্টপদে স্থায়ী শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে 17 May 2019 থেকে 31 May 2019 রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অন-লাইনে। আবেদন আহবান করা হচ্ছে |
পদের নাম: প্রদর্শক (কলেজ)
ভার্সন : বাংলা
বিষয়ের নাম ও পদের সংখ্যা: রসায়ন-০১, প্রাণিবিদ্যা-০১, গণিত-০১, কৃষিশিক্ষা-০১, মনোবিজ্ঞান-০১
পদের নাম: সহকারি শিক্ষক (স্কুল)
ভার্সন : বাংলা
বিষয়ের নাম ও পদের সংখ্যা: ইংরেজি-০২, সাধারণ (প্রাথমিক শাখা)-০১
পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়: 21 June 2019 সকাল 9am ঘটিকা |
পদের নাম: প্রদর্শক (কলেজ)
ভার্সন: ইংরেজি
বিষয়ের নাম ও পদের সংখ্যা: পদার্থবিজ্ঞান-০১, রসায়ন-০১, প্রাণিবিজ্ঞান-০১
পদের নাম: সহকারি শিক্ষক (স্কুল)
ভার্সন: ইংরেজি
বিষয়ের নাম ও পদের সংখ্যা: চারু ও কারুকলা-০১
পরীক্ষার তারিখ ও সময়: 21 June 2019 সকাল 2pm ঘটিকা |
পদের নাম: প্রভাষক (অস্থায়ী)
বিষয়ের নাম ও পদের সংখ্যা:ফিন্যান্স ব্যাংকিং ও বীমা-০১, কৃষি শিক্ষা-০১
পরীক্ষার তারিখ ও সময়: 21 June 2019 সকাল 2pm ঘটিকা |
শিক্ষাগত যোগ্যতা :
ক) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো-২০১৮ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা।
ইংলিশ ভার্সনের জন্য IELTS/ELT অগ্রগণ্য।।
খ) একই প্রার্থী একই বিষয়ে উভয় ভার্সনে আবেদন করতে পারবেন।
গ) বেতন স্কেল : প্রদর্শক : প্রারম্ভিক মূল বেতন 16000/-(পে-কোড-10) এবং সহকারি শিক্ষক (প্রশিক্ষণ প্রাপ্ত-16000/- (পে-কোড-10) এবং (প্রশিক্ষণবিহীন-12500/- (পে-কোড-11)।
ঘ) প্রভাষক (অস্থায়ী) টাকা 22000/- (নির্ধারিত)।
আরো চাকরির খবর: Ministry of Industries। শিল্প মন্ত্রণালয়ে চাকরির খবর
অন্যান্যা সুবিধা: এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযয়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।
ইংলিশ ভার্সন-এর জন্য অতিরিক্ত ভাতা 3000/- টাকা প্রদান করা হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর
আবেদনের নিয়ম: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: www.bafsd.edu.bd অথবা, bafsdjob.s3ltd.tech।
অনলাইন ফি: প্রতিটি পদের জন্য 550/- টাকা (অনলাইন চার্জসহ) ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।