Asia Cup 2025 India vs Pakistan T20: উত্তেজনার ম্যাচে কে জিতবে আজ?

Spread the love

Asia Cup 2025 India vs Pakistan T20 – ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে টি-২০ ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে। এশিয়া কাপ ২০২৫–এর গোষ্ঠী পর্বে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহারণ। দুই দেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটিকে ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ ও আলোচনার ঝড়। Asia Cup 2025 মাঠের খেলা ছাড়াও এ লড়াই যে সম্পর্ক, আবেগ ও মর্যাদার প্রতীক—তা বুঝতে কারও বাকি নেই।

Asia Cup 2025 India vs Pakistan T20: উত্তেজনার ম্যাচে কে জিতবে আজ?

ভারতের নেতৃত্বে থাকছেন সুর্যকুমার যাদব, অন্যদিকে পাকিস্তানকে এগিয়ে নেবেন সালমান আলি আগা। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে—ভারত হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে, আর পাকিস্তান জিতেছে ওমানের বিপক্ষে। তবে পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনা উঠেছে ইতোমধ্যেই। বিশ্লেষকদের মতে, ভারতের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে টিকে থাকতে হলে পাক ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

অন্যদিকে ভারতীয় শিবিরে রয়েছে আত্মবিশ্বাস, তবে শিবুমন গিলের অনুশীলনে পাওয়া চোট নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে ভারতের সামগ্রিক ফর্ম এবং সাম্প্রতিক পারফরম্যান্সে সমর্থকরা বেশ আশাবাদী।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

আজ রাত ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে টস, আর খেলা শুরু হবে রাত ৮টায় (ভারতীয় সময়)। ম্যাচটি সম্প্রচারিত হবে টেলিভিশন ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। লাখো দর্শকের চোখ থাকবে টিভি পর্দায়, কারণ ভারত-পাকিস্তান লড়াই মানেই শুধু ক্রিকেট নয়, এটি আবেগ, উত্তেজনা ও জাতীয় মর্যাদার প্রতীক।

বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই আলাদা মাত্রা যোগ করে। আজকের ম্যাচও তার ব্যতিক্রম নয়। দুই দলের তারকা ক্রিকেটাররা প্রতিপক্ষকে হারাতে মরিয়া, আর সমর্থকেরা অপেক্ষায় আছেন আরেকটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে। মাঠের ভেতরে ক্রিকেট, আর মাঠের বাইরে আবেগ—সব মিলিয়ে আজকের এই দ্বন্দ্ব রূপ নেবে এক মহাযুদ্ধের।

বিদেশগামী শিক্ষার্থীদের

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর ।। অন্তবর্তী সরকার

 

Loading spinner

Check Also

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সক্রিয় করার নিয়ম

Spread the loveফোনে ভূমিকম্পের মতো প্রাণঘাতী দুর্যোগ থেকে জীবন রক্ষায় গুগল এনেছে অত্যাধুনিক প্রযুক্তি ‘অ্যান্ড্রয়েড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *