বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা Ansar VDP বাহিনীর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
০১. পদের নাম: ফার্মাসিস্ট – ০৩ জন
বেতন স্কেল- ১২৫০০- ৩০২৩০/- (গ্রেড-১১তম)
Education Qualification: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা; কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
০২. পদের নাম: কম্পিউটার অপারেটর – ০১ জন
বেতন স্কেল- ১১০০০- ২৬৫৯০/- (গ্রেড-১৩তম)
Education Qualification: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায়-২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test উত্তীর্ণ হইতে হইবে।
০৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম -০১ জন
বেতন স্কেল- ১১০০০- ২৬৫৯০/- (গ্রেড-১৩তম)
Education Qualification: স্নাতক বা সমমানের ডিগ্রী; কম্পিউটার অপারেটর, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং সাঁটলিপি বাংলায় সর্বনিম্ন গতি ৪৫ এবং ইংরেজি ৭০ প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রাক্ষর বাংলায় সর্বনিম্ন গতি ২৫ এবং ইংরেজি ৩০ প্রতি মিনিটে।
০৪. পদের নাম: বিজ্ঞপন সহকারী -০১ জন
বেতন স্কেল- ১০২০০- ২৪৬৮০/- (গ্রেড-১৪)
Education Qualification: স্নাতক বা সমমানের ডিগ্রীসহ বিজ্ঞাপন সংক্রান্ত কাজে অন্ন ০২ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
০৫. পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক- ১০৬ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ দৈহিক উচ্চতা (কমপক্ষে) ৫-৪, এবং বুকের মাপ ন্যূনতম ৩৫-৩২; তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেয়া হবে।
০৬. পদের নাম: উপজেলা/থানা প্রশিক্ষিকা -৩৬ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেট।
০৭. পদের নাম: মাস্টার/নৌযান চালক -০৩ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: ৮ম শ্রেণী উত্তীর্ণসহ দ্বিতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌযান চালনার যোগ্যতা সংক্রান্ত সনদপত্র থাকিতে হইবে।
০৮. পদের নাম: সারেং/লঞ্চ ড্রাইভার- ০৩ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: ৮ম শ্রেণী উত্তীর্ণসহ দ্বিতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌযান চালনার যোগ্যতা সংক্রান্ত সনদপত্র থাকিতে হইবে।
০৯. পদের নাম: অফিস সহকারী কাম- ৪০ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কম্পিউটার মুদ্রাক্ষরিক উত্তীর্ণ সাটিফিকেটসহ কম্পিউটারে প্রশিক্ষন প্রাপ্ত এবং মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে-২০, বাংলা-২০ শব্দ গতি সম্পন্ন হতে হবে।
১০. পদের নাম: নার্সিং সহকারী -১৫ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ নার্সিং (ডিপ্লোমা) কোর্সের সনদপ্রাপ্ত হইতে হইবে।
১১. পদের নাম: কম্পাউন্ডার-০১ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ কম্পাউন্ডারশীপে ডিপ্লোমা কোর্সের সনদপ্রাপ্ত হইতে হইবে।
১২. পদের নাম: সিইউইং, নিটিং এন্ড সিটিং- ০১ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ স্ট্রিচিং ইন্সট্রাক্টর কোর্সের সনদপ্রাপ্ত হইতে হইবে।
১৩. পদের নাম: আউট বোর্ড মটর (ওবিএম)- ০৭ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: অষ্টম শ্রেণী উত্তীর্ণসহ স্পিড বোট চালনায় অন্যান্য ড্রাইভার ০২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
১৪. ইলেকট্রিশিয়ান- ০১ জন
বেতন স্কেল- ৯০০০- ২১৮৫০/- (গ্রেড-১৭)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
১৫. পদের নাম: মহিলা আনসার -২২ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
১৬. পদের নাম: সিগন্যাল অপারেটর -০২ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
১৭. পদের নাম: ইলেকট্রিশিয়ান (মটরযান) -০১ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: অষ্টম শ্রেণী উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও “এ, বি, সি” লাইসেন্সধারী হইতে হইবে।
১৮. পেইন্টার- ০২ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
১৯. পদের নাম: গার্ড সিপাই -০৪ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
২০. পদের নাম: এমুনিশন (এনসিও) -০১ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (নন-কমিশন কর্মকর্তা) ।
২১. পদের নাম- আর্মোরার -২৩ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
২২. কোয়াটার মাস্টার – ০৩ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (আনসার সদস্যদের অগ্রাধিকার) ।
২৩. ব্যান্ডস্ ম্যান- ০৪ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (আনসার সদস্যদের অগ্রাধিকার) ।
২৪. মহিলা ব্যান্ড – ২২ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: অষ্টম শ্রেণী উত্তীর্ণসহ দৈহিক উচ্চতা (কমপক্ষে) ৫ফিট-২ইঞ্চি।
২৫. সুকানী – ০৪ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
২৬. লর- ০১ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
২৭. অয়েলম্যান- ০২ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
২৮. নিরাপত্তা প্রহরী -০৪ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
২৯. অফিস সহায়ক – ১১ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
শর্তাবলী: অনলাইনে আবেদন করতে হবে ঠিকানা: www.ansarvdp.gov.bd
আবেদন শুরু: 27 April 2019 তারিখ
আবেদন শেষ: 27 May 2019 তারিখ ।
রেজিষ্ট্রেশনকালীন ফি: ক্রমিক নং০১ হতে ২৫ পর্যন্ত ১০০/-(একশত) টাকা এবং ক্রমিক নং- ২৬ হতে ২৯ পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা।
বয়স: 27 May 2019 তারিখে ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।