আকিজ প্লাস্টিকস্ । Akiz Plastic Limited job

Spread the love

আকিজ গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস্ লিমিটেড কর্তৃক উৎপাদিত উৎকৃষ্ট মানের প্লাষ্টিক পণ্য বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন ও সুয়োগ-সুবিধাসহ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সারা দেশে কিছু সংখ্যক সেলস্ অফিসার (এস ও) নিয়োগ করা হবে।

পদের নাম: সেলস্ অফিসার (এস ও)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযোগ্য)
বয়স: ২০ হতে ৩০ বছর (৩১/০৫/২০১৯ পর্যন্ত)।
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (সুঠাম দেহের অধিকারী)।
বিশেষ যোগ্যতা : কঠোর পরিশ্রমী ও বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করতে ইচ্ছুক।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান:
১। রংপুর: এনজিও ফোরাম, রিজিওনাল অফিস, আর.কে রোড, রংপুর। ২২/০৬/১৯ শনিবার।
সকাল ১০ টা – দুপুর- ৩ টা পর্যন্ত

২। বগুড়া: হোটেল ক্যাসেল সোয়াদ, মাটিডালী বিমান মোড়, বগুড়া । ২৩/০৬/১৯ রবিবার। সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

৩। ঢাকা: আকিজ প্লাস্টিকস ডিপো, ১৮৩-তেজগাঁও শিল্প এলাকা (শান্তা টাওয়ারের পেছনে), ঢাকা। ২৫/০৬/১৯ মঙ্গলবার। সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত

৪।কুমিল্লা: দ্যা কুমিল্লা ক্লাব, কান্দিরপাড়, কুমিল্লা। | ২৬/০৬/১৯ বুধবার । সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত

৫। মৌলভীবাজার: হোটেল রেষ্ট-ইন, নিউটন হল, এস আর প্লাজা (৩য় তলা), এম সাইফুর রহমান রোড,কুসুমবাগ পয়েন্ট, মৌলভীবাজার। ২৯/০৬/১৯ শনিবার । সকাল ১০ টা – দুপুর -৩ টা পর্যন্ত

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা:
আকর্ষণীয় বেতন, যাতায়াত ভাতা (টিএ/ডিএ), বিক্রয়ের উপর প্রতিমাসে কমিশনসহ মাসিক ১৮-২০ হাজার টাকা আয়ের সুযোগ ও বিভিন্ন রকমের ইনসেনটিভ, বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধি, দক্ষতা অনুযায়ী পদোন্নতি এবং চাকুরী স্থায়ীকরনের পর গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের বায়োডাটা/সিভি, দুই কপি রঙ্গীন পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র ও সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ ইন্টারভিউর জন্য নিম্নলিখিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশগ্রহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বি: দ্র: অধ্যয়নরতদের ইন্টারভিউতে অংশগ্রহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। ইন্টারভিউয়ে অংশ গ্রহণের জন্য কোনরূপ টিএ/ডিএ প্রদান করা হবে না।

আরো চাকরির খবর: 

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Check Also

গোল্ডেন হারভেস্টে

গোল্ডেন হারভেস্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪০০ জনের বিশাল নিয়োগ

Spread the loveগোল্ডেন হারভেস্টে ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *