AKII CERAMICS আকিজ গ্রুপ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

AKII CERAMICS আকিজ গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিরামিকস্ লিমিটেড (সেনিটারী ওয়্যার ডিভিশন) মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহ-এ জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে নিয়োগের প্রদান করা হবে।

সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন পদে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আহবান করা হচ্ছে।

পদের নাম: কাস্টার
পদের সংখ্যা: 150 জন
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: 15 May 2019 বুধবার ও 16 May 2019 বৃহস্পতিবার

পদের নাম: এ্যাসিস্টেন্ট কাস্টার
পদের সংখ্যা: 150 জন
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: 15 May 2019 বুধবার ও 16 May 2019 বৃহস্পতিবার

পদের নাম: গ্রীন ওয়্যার ইন্সপেক্টর
পদের সংখ্যা: 30 জন
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: 18 May 2019 শনিবার ও 19 May 2019 রবিবার

পদের নাম: মোল্ড মেকার
পদের সংখ্যা: 20 জন
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: 20 May 2019 সোমবার

পদের নাম: হেলপার
পদের সংখ্যা: 200 জন
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: 21 May 2019 মঙ্গলবার
ইন্টারভিউয়ের স্থান:
প্রশাসন বিভাগ, আকিজ সিরামিকস্ লিমিটেড (সেনিটারী ওয়্যার ডিভিশন) মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহ।
জরুরী যোগাযোগ: 01704-573937

সরাসরি ইন্টারভিউয়ের সময়: সকাল 9.00am থেকে দুপুর 2.00pm টার মধ্যে ইন্টারভিউয়ের স্থানে পদের নাম উল্লেখপূর্বক প্রার্থীর নাম নিবন্ধন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে। হেলপার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদে স্যানিটারী ওয়্যার ডিভিশনে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লিখিত পদে আকর্ষণীয় বেতনে শিক্ষানবীশ হিসাবে নিয়োগ করা হবে এবং শিক্ষাবীশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর কর্মদক্ষতার ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে এবং কোম্পানী প্রদত্ত সার্বিক সুবিধাদি ভোগ করতে পারবেন।

শর্তাবলী:
উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র / জন্মসনদ, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট (ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য) সহ উপরে উল্লিখিত তারিখ ও সময়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে বলা হলো।

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *