Kazi Nazrul Islam Biography | কাজী নজরুল ইসলাম: বিদ্রোহী কবির জীবন ও অজানা তথ্য

Spread the love

Kazi Nazrul Islam Biography | কাজী নজরুল ইসলাম। বাঙালির বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৯২৯ সালে তাঁকে অভিহিত করেছিলেন “বাংলার কবি, বাঙালি কবি” হিসেবে। বিদ্রোহ, প্রেম, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা তাঁর লেখার মূল সুর। কাব্যের ধীর স্থির স্রোতে Kazi Nazrul Islam এনেছিলেন দুর্বার কালবৈশাখীর ঝড়—যার নাম বিদ্রোহী কবি।

Kazi Nazrul Islam শৈশব ও শিক্ষাজীবন

১৮৯৯ সালের ২৫ মে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। পিতা কাজী ফকির আহমদ ও মাতা জাহেদা খাতুন সন্তানের নাম রাখেন “দুখু মিঞা”, কারণ শৈশব থেকেই তিনি দুঃখ-কষ্টে বেড়ে উঠেছিলেন। ছেলেবেলাতেই পাঠশালা ও মক্তবে পড়াশোনার পাশাপাশি মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। কঠিন আর্থিক সংকটেও Kazi Nazrul Islam লেখাপড়ার প্রতি আগ্রহ কখনো হারিয়ে যায়নি।

সৈনিক জীবন

১৯১৭ সালে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। ৪৯ বেঙ্গল রেজিমেন্টে কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার হিসেবে দায়িত্ব পালন করেন। করাচি সেনানিবাসে অবস্থানকালে তিনি ফার্সি ভাষা, সংগীত এবং সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। এখানেই তিনি রচনা করেন বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা) এবং মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা)।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

সাহিত্যকর্ম ও সঙ্গীত

নজরুলের সাহিত্যজীবন ছিল বহুমুখী। তিনি কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস, নাটক—প্রায় সব মাধ্যমেই লেখনী চালান। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—

  • বিদ্রোহী (১৯২২)
  • অগ্নিবীণা (১৯২২)
  • সন্ধ্যা
  • দোলনচাঁপা
  • বিষের বাঁশি
  • চন্দ্রবিন্দু

সাহিত্যের পাশাপাশি তিনি ছিলেন বাংলা গানের এক অসাধারণ স্রষ্টা। প্রায় ৮,০০০ গান তিনি রচনা করেছিলেন বলে ধারণা করা হয়, যদিও এর সবগুলো সংরক্ষিত হয়নি। ধর্মীয় গান থেকে শুরু করে প্রেম, দেশাত্মবোধ, প্রলেতারিয়ান চেতনা—সব ধরনের বিষয় নিয়েই তিনি গান লিখেছেন। এজন্য তাঁকে বলা হয় “বহুমুখী সঙ্গীত স্রষ্টা”।

চলচ্চিত্র ও মঞ্চজগতে অবদান

১৯৩১ সালে তিনি ভক্ত ধ্রুব চলচ্চিত্রে নারদের ভূমিকায় অভিনয় করেন এবং সুরারোপ করেন। বাংলা চলচ্চিত্রের প্রারম্ভিক যুগে তাঁর অবদান উল্লেখযোগ্য।

নজরুল সম্পর্কে কিছু অজানা তথ্য

১. নজরুল সবসময় ঝলমলে রঙিন পোশাক পরতে ভালোবাসতেন।
২. তিনি শুধু কোরআন নয়, গীতা, বাইবেল, বেদ, মহাভারত, রামায়ণসহ বিশ্বসাহিত্যের বিশাল ভাণ্ডার পাঠ করতেন।
৩. প্রচুর পান ও চা খাওয়ার অভ্যাস ছিল তাঁর। লিখতে বসার আগে এক থালা পান ও একাধিক কাপ চা চাই-ই চাই।
৪. তিনি ছিলেন অত্যন্ত রসিক। হিরণ্ময় ভট্টাচার্য তাঁর উপর “রসিক নজরুল” নামে একটি বইও লিখেছেন।
৫. নজরুল ছিলেন হস্তরেখা বিশারদ—অনেক সময় যা বলতেন তাই সত্যি হতো।

অসাম্প্রদায়িক চেতনার কবি

নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতার পথিকৃৎ। তিনি যেমন ইসলামি গান লিখেছেন, তেমনি হিন্দু ভক্তিমূলক গানও রচনা করেছেন। তাঁর কবিতা ও গান যুগে যুগে বঞ্চিত, শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তির ডাক দিয়েছে।

জীবনের শেষ অধ্যায়

১৯৪২ সালে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন নজরুল, যার ফলে ধীরে ধীরে বাকশক্তি ও স্মৃতিশক্তি হারান। দীর্ঘ অসুস্থ জীবনের পর ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়। তাঁকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও মুক্তির কণ্ঠস্বর। তাঁর কবিতা ও গান চিরকাল বাংলার মানুষকে প্রেরণা দিয়ে যাবে।

More :: OnePlus 13R 5G – দারুণ স্পিড, বিশাল ব্যাটারি, স্মার্ট চয়েস

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় কিভাবে যাবেন? সুবিধা কি?

Google Pixel 10Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

Kazi Nazrul Islam Biography PDF File

PDF Download

Loading spinner

Check Also

হযরত মুহাম্মদ (সাঃ)

হযরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার দিকনির্দেশক ও তার জীবনী

Spread the loveহযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশ্ব মানবতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি ছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *