রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ চাকরি

Spread the love

রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ Rajarbag Police Lines School And College
সরকারী নিয়োম অনুযায়ী বেশ কিছু অধ্যক্ষ ও সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ০২/০৫/২০১৯ইং।

রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ চাকরি

01. পদের নাম ও সংখ্যা : অধ্যক্ষ -01 জন।
বেতন : 43000 – 69850 টাকা
যোগ্যতা: স্নাতক (Honors)সহ স্নাতকোত্তর ডিগ্রি। অথবা স্নাতক (Pass)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তরে যে কোন একটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত।
অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে 03 বছরের অভিজ্ঞতাসহ সহ 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ

02. পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক – 01 জন
শাখা: ইংরেজি/ মাধ্যমিক শাখা
বেতন: 11000 টাকা
যোগ্যতা: বি.এ অনার্সসহ এম.এ (English)। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। NTRCA কর্তৃক নিবন্ধনকৃত।

03. পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক -01 জন।
পদ সংখ্যা: ১টি (শারীরিক শিক্ষা)
বেতন: ১১,০০০/ টাকা
যোগ্যতা: স্নাতকোত্তরসহ বিপিএড (B.P.ed)। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

04. পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক 01 জন
শাখা : প্রাথমিক শাখা
বেতন: 8000 টাকা
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পাস (BA Pass)। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

 

পরীক্ষা ফি: অধ্যক্ষ 1000 টাকা এবং অন্যান্য পদের জন্য 500 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: অধ্যক্ষ পদে 02/05/2019 তারিখ পর্যন্ত। ইংরেজী, শরীরর্চ্চা ও প্রাথমিক শিক্ষক পদে যাবতীয় কাগজপত্রসহ 13/04/2019 তারিখ সকাল 10টায় প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকার বিদ্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আবেদন পাঠানোর ঠিকানা: রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজারবাগ, ঢাকা-১২১৭ ।।

Loading spinner

Check Also

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরি

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি 2025

Spread the loveবাংলাদেশ তাঁত বোর্ডে ফিল্ড সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *