রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ Rajarbag Police Lines School And College
সরকারী নিয়োম অনুযায়ী বেশ কিছু অধ্যক্ষ ও সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ০২/০৫/২০১৯ইং।
01. পদের নাম ও সংখ্যা : অধ্যক্ষ -01 জন।
বেতন : 43000 – 69850 টাকা
যোগ্যতা: স্নাতক (Honors)সহ স্নাতকোত্তর ডিগ্রি। অথবা স্নাতক (Pass)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তরে যে কোন একটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত।
অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে 03 বছরের অভিজ্ঞতাসহ সহ 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
02. পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক – 01 জন
শাখা: ইংরেজি/ মাধ্যমিক শাখা
বেতন: 11000 টাকা
যোগ্যতা: বি.এ অনার্সসহ এম.এ (English)। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। NTRCA কর্তৃক নিবন্ধনকৃত।
03. পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক -01 জন।
পদ সংখ্যা: ১টি (শারীরিক শিক্ষা)
বেতন: ১১,০০০/ টাকা
যোগ্যতা: স্নাতকোত্তরসহ বিপিএড (B.P.ed)। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
04. পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক 01 জন
শাখা : প্রাথমিক শাখা
বেতন: 8000 টাকা
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পাস (BA Pass)। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন>> সোনালী ব্যাংক এর আমানত স্কিমের নাম ও সুবিধা সমুহ
পরীক্ষা ফি: অধ্যক্ষ 1000 টাকা এবং অন্যান্য পদের জন্য 500 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: অধ্যক্ষ পদে 02/05/2019 তারিখ পর্যন্ত। ইংরেজী, শরীরর্চ্চা ও প্রাথমিক শিক্ষক পদে যাবতীয় কাগজপত্রসহ 13/04/2019 তারিখ সকাল 10টায় প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকার বিদ্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো।
আবেদন পাঠানোর ঠিকানা: রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজারবাগ, ঢাকা-১২১৭ ।।