শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ

Spread the love

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট (SUST University) এর ওশোনোগ্রাফী বিভাগে সহকারী অ্ধ্যাপকের 02 (দুই) এবং প্রভাষকের 02 (দুই) টি পদে শিক্ষক নিয়োগরে লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছে থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ

বেতন স্কেল: সহকারী অধ্যাপক: 35500-67010/- টাকা
প্রভাষক : 22000-53060/- টাকা

আবেদপত্র জমাদান:
রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যে কোন তফশিলী ব্যাংকের শাখার উপর সহকারী অধ্যাপক পদে 600/- (Six Hundred) টাকা এবং প্রভাষক পদে 500/- (Fife Hundred) টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট (Bank Draft) অথবা সমমূল্যের পে-অর্ডার (Pay Order) (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।

পাসপোর্ট সাইজের 04 (চার) কপি সত্যায়িত PP সাইজের ছবি, সকল সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ০৮ সেট দরখাস্ত আগামী 22 এপ্রিল, 2019 তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌছাতে হবে।

আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা 10 (Ten) টাকা মূল্যের অব্যবহৃত
ডাকটিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.sust.edu) থেকেও আবেদন ফরম Download করা যাবে।

কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। খামের উপর স্পষ্ট অক্ষরে সংশ্লিষ্ট পদের নাম (name of post) অবশ্যই উল্লেখ করতে হবে। ডাক যোগাযোগ জনিত বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না/বিবেচনা করা হবে না। যোগ্যতা ও অভিজ্ঞার কপি কেন্দ্রীয় ডেসপাচ (Dispatch) থেকে সংগ্রহ করতে হবে।

সহকারী পরিদর্শক ১০টি পদে

সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

Loading spinner

Check Also

বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে

বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveবরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *