উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ – উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন। হঠাৎ ডাকা এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বুধবার সকাল ৮টা থেকে নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রোল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাপেওএ- এর রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
আরো পড়ুন :: স্বপ্নে জান্নাত ও জাহান্নাম দেখলে কি হয়?
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্ট্রেশনে সামনে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে দড়ি টানিয়ে পাম্পে গাড়ি প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল, ট্রাক, পিক আপসহ বিভিন্ন গাড়ি নিয়ে আসা চালকেরা তেল নিতে এসে পাম্প বন্ধ দেখে ঘুরে চলে যেতে দেখা যায়। প্রায় একই অবস্থা দেখা গেছে, শহরের আব্দুল জলিল শিশু পার্ক সংলগ্ন মজুমদার ফিলিং স্টেশন, জেলখানার মোড় এলাকায় রফিক ফিলিং স্টেশন ও পার-নওগাঁ ফিলিং স্টেশনে। পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের।
উত্তরবঙ্গের সকল পেট্রোল
মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে তেল নিতে আসা পিকআপ চালক সাইফুল আলম বলেন, একটা ভাড়া পাইছি। নওগাঁ থেকে ঢাকায় ভাড়া মারতে হবে। গাড়িতে অল্প একটু তেল আছে। বড়জোর বগুড়া পর্যন্ত যাইবে। তেল নেওয়ার জন্য পাম্পে অ্যাসে দেখি বন্ধ। পাম্পওয়ালারা না কি ধর্মঘট ডাকিছে। আগে থেকে ঘোষণা দিলো কালকেই গাড়িত তেল ভরে রাখতাম। এখন তেল না প্যালে আমার ভাড়াটা মারা হবে না।
উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ – বালুডাঙ্গা বাসস্টান্ডে সকালে কথা হয় কয়েকজন বাস চালকের সঙ্গে। তাঁরা জানান, নিয়ম অনুযায়ী ভোরবেলা তেল ভরে তারা যাত্রী পরিবহনের কাজ শুরু করেন। যারা ভোরে তেল তুলেছে তারা পাম্পে গিয়ে তেল পেয়েছে। তবে ৮টার পর থেকে পাম্পে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আগে থেকে ঘোষণা দিলো সবাই অন্তত এক-দুই দিনের তেল তুলে রাখতো। এখন গাড়িতে যে পরিমাণ তেল আছে তাতে হয়তো আধাবেলা কিংবা এক দিন চলবে। তেলের অভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে তাঁদেরকে উপার্জনহীন থাকতে হবে।
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁ জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই সান্তাহার রেলস্টেশন এলাকায় দুটি পাম্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে। অথচ ওই দুটি পাম্পের মালিকানা নিয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে। সেই আদেশ উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালিয়েছে সওজ। এই অযৌক্তি ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ। এর প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের বিজ্ঞপ্তিটি আমার নজরে এসেছে। সেখানে বলা হয়েছে নওগাঁ সওজ অভিযান চালিয়ে পেট্রোল পাম্পে দখল উচ্ছেদ করেছে। বিষয়টি সঠিক নয়, এই অভিযান চালিয়েছে বগুড়া সওজ বিভাগ। উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ -তারপরেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার রাতে নওগাঁ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে আলোচনা হয়েছে। আজকে আবারও আলোচনায় বসার কথা রয়েছে। আশা করছি, বিষয়টি দ্রুত সুরাহা হবে।
ভিডিও >> মন জুড়ানো কোরআন তেলাওয়াত Beautiful Quran Recitation