বাংলাদেশর সেরা 5টি মোবাইল ব্যাংকিং – মোবাইল ব্যাংকিং। Mobile Banking এমন জনপ্রিয় হয়ে উঠেছে যে একসময় মোবাইল ব্যাংকিং ছাড়া চলাই যাবে না। কি নেই মোবাইল ব্যাংকিং এ। আপনার নিত্য প্রয়োজনীয় সকল সেবাই পাবেন। ধরুন, আপনি কারে সাথে কথা বলবেন মোবাইলে রিচার্জ প্রয়োজন, কাউকে টাকা পাঠাতে চান মোবাইল ব্যাংকিং সেবা থাকতে হবে, কোন কিছুর বিল প্রদান করবেন মোবাইল ব্যাংকিং লাগবে। এককথায় সকল কাজের কাজী এখন বাংলাদেশর সেরা মোবাইল ব্যাংকিং।
চলুন একনজরে দেখি আসি বাংলাদেশে সেরা ৫টি মোবাইল ব্যাংকিং
বিকাশ – Bkash মোবাইল ব্যাংকিং
বর্তমান বাংলাদেশর সেরা সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস এর নাম বিকাশ। ব্র্যাক ব্যাংকে হাত ধরে সকলের দোর গোড়ায় চলে এসেছে আজকের জনপ্রিয় সার্ভিস বিকাশ। কি কি সুবিধা পাবেন। (বিস্তারিত দেখতে ক্লিক করুন)
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন
১। সেন্ড মানি
২। মোবাইল রিচার্জ
৩। ক্যাশ আউট
৪। পেমেন্ট
৫। অ্যাড মানি
৬। পে-বিল
৭। সেভিংস জমা
৮। লোন সুবিধা
৯। রেমিটেন্স গ্রহণ
১০। ট্রান্সফার মানি (যে কোন ব্যাংকে)
এছাড়া বাংলাদেশর সেরা জনপ্রিয় কিছু সুবিধা তো থাকছেই
১১। অনলাইনে টিকেট ক্রয়
১২। ইন্সুরেন্স প্রিমিয়াম জমা
১৩। শপিং এর সুবিধা
১৪। ট্রাভেল সুবিধা
১৫। ডোনেশন
রকেট – Rocket মোবাইল ব্যাংকিং
মোবাইল ব্যাংকিং বললেই দ্বিতীয় নাম উঠে আছে রকেট। বাংলাদেশর সেরা ডাচ বাংলা ব্যাংকের জনপ্রিয় সার্ভিস রকেট। মোবাইল ব্যাংকিং ছাড়াও এটিএম বুথ থেকেও কম খরচে যে কোন সময় টাকা উঠাতে পারবেন এই সেবায়। এ সেবায় সবচেয়ে বড় সুবিধা হলো মোবাইল নম্বর ছাড়াও আপনার জন্য আরও একটি নম্বর যোগ হয় যার কারণে টাকা লেনদেনের ভুল কম হয়। কি কি থাকছে এই সেবায় ।
আরও পড়ুন>> কৃষি সেবা পোর্টাল ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে 45 সেবা
১। সেন্ড মানি
২। মোবাইল রিচার্জ
৩। ক্যাশ আউট
৪। পেমেন্ট
৫। মার্চেন্ট পেমেন্ট টপ আপ
৬। সেলারি ডিসবার্সমেন্ট সুবিধা
৭। সরকারী যে কোন অর্থ লেনদেন সুবিধা
৮। অ্যাড মানি
৯। পে-বিল
১০। রেমিটেন্স গ্রহণ
১১। ট্রান্সফার মানি (যে কোন ব্যাংকে)
১২। অনলাইনে টিকেট ক্রয়
১৩। শপিং এর সুবিধা
১৪। ট্রাভেল সুবিধা
নগদ -Nagod মোবাইল ব্যাংকিং
ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস হল নগদ -Nagod মোবাইল ব্যাংকিং। বাংলাদেশর সেরা ২০১৮ সালে নগদের যাত্রা শুরু হয়। খুব কম খরচে সুবিধা প্রদান করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র ৯.৯০ টাকায় ক্যাশ আউট সুবিধা মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। নগদে কি কি সুবিধা থাকছে দেখে আছি। (বিস্তারিত)
১। ক্যাশ ইন সুবিধা
২। ক্যাশ আউট সুবিধা
৩। সেন্ড মানির সুবিধা
৪। পেমেন্ট সুবিধা
৫। বিল পে সুবিধা
৬। মোবাইল রিচার্জ
৭। এছাড়াও অন্যান্য পেমেন্ট সুবিধা তো থাকছেই।
উপায় – Upay মোবাইল ব্যাংকিং
ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস হল উপায় – Upay মোবাইল ব্যাংকিং। ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক এর একমাত্র মোবাইল ব্যাংকিং।
১। মানিট্রান্সফার
২। ক্যাশ ইন
৩। ক্যাশ আউট
৪। মোবাইল রিচার্জ
৫। সরকারী ডিপার্টমেন্ট পেমেন্ট
৬। আরো অন্যান্য সুবিধা (বিস্তারিত দেখতে ক্লিক করুন)
শিওর ক্যাশ – SureCash মোবাইল ব্যাংকিং
রূপালী ব্যাংকের জনপ্রিয় সেবা শিওর ক্যাশ – SureCash মোবাইল ব্যাংকিং। রূপালী ব্যাংক তাদের ডিজিটাল ব্যাংকিং প্রদানের জন্য এই শিওর ক্যাশ চালু করেছে। কি সুবিধা পাওয়া যাবে দেখুন
১। ক্যাশ ইন সুবিধা
২। ক্যাশ আউট সুবিধা
৩। সেন্ড মানির সুবিধা
৪। পেমেন্ট সুবিধা
৫। বিল পে সুবিধা
৬। মোবাইল রিচার্জ
৭। এনজিওর বিভিন্ন পেমেন্ট
৮। চাকুরীজীবিদের ইন্সরেন্ট।
৯। অনলাইন পেমেন্ট সুবিধা।