রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (Rajshahi University of Engineering and Technology) জরুরী ভিত্তিতে 40টি পদে লোক নিয়োগ দেওয়া হবে।
Name of Posts: সহযোগী অধ্যাপক (Associate Professor)
Depertment: তওই কৌশল বিভাগে ৩জন, ইটিই বিভাগে ১জন, যন্ত্রকৌশল বিভাগে ১জন, গণিত বিভাগে ১জন এবং রসায়ন বিভাগে ১জন।
Educational Qualification: সকল পদের জন্য বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
Name of Posts: সহযোগী অধ্যাপক (Associate Professor)
Depertment: কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ-০১ জন।
Educational Qualification: বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
Name of Posts: প্রভাষক (Lecturer)
Depertment: তওই কৌশল বিভাগে ৩জন (তন্মধ্যে ১জন সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), পুরকৌশল বিভাগে ২জন, যন্ত্রকৌশল বিভাগে ২জন, সিএসই বিভাগে ৩জন, আইপিই বিভাগে ১জন, গাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, ইটিই বিভাগে ১জন, ইসিই বিভাগে ২জন, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ২জন, কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ২জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ২জন, ইউআরপি বিভাগে ২জন, আর্কিটেকচার বিভাগে ৩জন, রসায়ন বিভাগে ১জন, পদার্থবিদ্যা বিভাগে ১জন, গণিত বিভাগে ১জন, মানবিক বিভাগে ২জন।
Educational Qualification: সকল পদে বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
যোগ্যতা ও অভিজ্ঞাতা, শর্তাবলী এবং আবেদপত্রের নির্ধারিত ফরমেট RUET Website (www.ruet.ac.bd) অথবা রূপালী ব্যাংক লিমিটেড, রুয়েট শাখা, রাজশাহীতে “ভাইস-চ্যান্সেলর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শিরোনামে সঞ্চয়ী হিসাব নং-2389 তে 50/- টাকা জমাপূর্বক সংস্থাপন শাখা হতে সংগ্রহ করা যাবে।
নতুন চাকরি >> হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ নিয়োগ
আবেদন পত্রের শেষ তারিখ: 30/03/2019 ইং তারিখে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (Rajshahi University of Engineering and Technology) নিয়ম ও সরকারী বিধি মোতাবেক বেতন ও ভর্তি কার্যক্রম চলবে।
More Product >> Smart speaker – Echo Dot – Alexa to any room