ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ এ স্থায়ী পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । উক্ত প্রতিষ্ঠানে মোট ১৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ

কলেজ শাখায় ইংরেজী ভার্সন- পদের নামঃ প্রভাষক
১। বাংলা -০১টি
২। ইংরেজী -০১টি
৩। পদার্থবিজ্ঞান -০১টি
৪। রসায়ন -০১টি
৫। জীববিজ্ঞান -০১টি
৬। উচ্চতর গণিত -০১টি

কলেজ শাখায় বাংলা ভার্সন- পদের নামঃ প্রভাষক
১। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন -০১টি

স্কুল শাখায় বাংলা ভার্সন- পদের নামঃ সহকারী শিক্ষক
১। বাংলা -০২টি

স্কুল শাখায় ইংরেজী ভার্সন- পদের নামঃ সহকারী শিক্ষক
১। ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম) -০১টি
২। ধর্ম ও নৈতিক শিক্ষা (হিন্দু) -০১টি
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি -০১টি

সহকারী শিক্ষক কাম এডমিন অফিসার -০১টি (স্কুল শাখায়)

বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (০১ জুলাই ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুন >> পীর বুযুর্গের নামে শিন্নি ও করব জিয়ারত শিরক

শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের সংখ্যাঃ মোট ১৩ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল

Online এ আবেদন শুরুর সময়ঃ ০৪ জুন ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ১৮ জুন ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি ১নং ও ২ নং পদের জন্য ৮০০/- টাকা, ৩নং ও ৬ নং পদের জন্য ৬০০/- টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
লিখিত পরীক্ষাঃ ২৪ জুন ২০২২ ইং সকাল ১০ ঘটিকায়।
প্রবেশ পত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://degpsc.edu.bd এবং আবেদন ঠিকানা: http://degpsc.edu.bd

https://zohabd.com

প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক ০৩ জুন ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।

Check Also

গোল্ডেন হারভেস্টে

গোল্ডেন হারভেস্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪০০ জনের বিশাল নিয়োগ

Spread the loveগোল্ডেন হারভেস্টে ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *