বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। উক্ত প্রতিষ্ঠানে একাধিক ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।
Video >> ইসলামে দাড়ি রাখা ফরজ নাকি সুন্নত || Mufti Kefayetullah Al Azhari
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)
পদের নামঃ
১। প্রোগ্রামার-০১টি
২। সহকারী পরিচালক-০১টি
৩। সহকারী গ্রন্থাগারিক-০১টি
৪। ভান্ডার কর্মকর্তা-০১টি
৫। ব্যক্তিগত কর্মকর্তা-০১টি
৬। কম্পিউটার অপারেটর-০৬টি
৭। প্রুফ রিডার-০১টি
৮। সহকারী হিসাবরক্ষক-০১টি
৯। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক-১২টি
১০। ক্যাটালগার-০১টি
১১। ডাটা এন্ট্রি অপারেটর-০১টি
১২। অফিস সহায়ক-১০টি
১৩। বার্তা বাহক-০১টি
পদের সংখ্যাঃ মোট ৪৬ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন>> প্রতিদিন হাঁটার উপকারিতা || দিনে প্রায় ৬০০০ ধাপ হাটতে হবে
প্রার্থীর বয়সঃ ১৮ হতে ৩০ বছর পর্যন্ত
Online আবেদন শুরুর সময়ঃ ২৭ মার্চ ২০২২ ইং
Online আবেদন শেষের সময়ঃ ২৬ এপ্রিল ২০২২ ইং
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
আবেদন ফিঃ (১নং-৫নং পদের জন্য )১০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০/- টাকা (Teletalk Mobile এর মাধ্যমে প্রদান করতে হবে)
আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল Website:http://www.bac.gov.bd এবং আবেদন ঠিকানা: http://bac.teletalk.com.bd
আবেদনের ঠিকানাঃ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ২৪ মার্চ ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।