বাংলাদেশ নৌবাহিনীতে জরুরী ভিত্তিতে ৭৩৬ জন লোক নিয়োগ দিবে
পদের নাম: ডিই/ইউসি (সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যুনতম A গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পদের নাম: মেডিকেল
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান/সমমান), জিপিএ ৩.০০ (ন্যূনতম)
পদের নাম: পেটোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ)
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস, সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)
পদের নাম: টোপাস
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: (ন্যূনতম) ৫ম শ্রেণি পাস।
অন্যান্য শর্তাবলীঃ
সকল পদবীর জন্যঃ ১। বাংলাদেশের নাগরিক হতে হবে ২। সাঁতার জানা আত্যাবশ্যক ৩। অবিবাহিত ৪। বয়স: ০১ জুলাই ২০১৯ তারিখ হিসাবে (ক) নাবিক: ১৭ থেকে ২০ বছর (খ) এমওডিসি (নৌ) ১৭ থেকে ২২ বছর।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র:
এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ/১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এমডিট কার্ড।
অনলাইন আবেদন পদ্ধতি:
Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Apply Now ক্লিক করে পছন্দ মত পদে আবেদন করতে হবে। ২০০/- চার্জ (বিকাশ, রকেট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা প্রদান করতে হবে)।
ভর্তি পদ্ধতি:
অনলাইনে আবেদনকারীগণ পুরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল কাগজপত্র নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। এছাড়া ম্যানুয়াল আবেদনকারীগণ সংগ্রহকৃত আবেদনপত্র পূরণকৃত পে-অর্ডার অথবা নগদ ২০০/- টাকা মূল্যে ক্রয়কৃত আবেদনতপত্রের রশিদ সহ সকল কাগজপত্র সঙ্গে করে ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।