বাংলাদেশ নৌবাহিনীর Bangladesh Navy । ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

Spread the love

বাংলাদেশ নৌবাহিনীর । Bangladesh Navy – বাংলাদেশ নৌবাহিনীর দেশের সামুদ্রিক সুরক্ষা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগ্য যুবক-যুবতীদের জন্য নৌবাহিনী বিভিন্ন পদে চাকরির সুযোগ দেয়। এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারে। শারীরিক সক্ষমতা, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নৌবাহিনীতে যোগ দেওয়া যায়।

১। পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি এবং টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের গ্রাধিকার প্রদান করা হবে।

২। পদের নাম: মেডিকেল।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.০০ (ন্যূনতম)

৩। পদের নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড,এমওডিসি (নৌ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)।

৪। পদের নাম: টোপাস।
শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি পাস।

শারিরীক যোগ্যতা:
সিম্যান :১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)
পেট্রোলম্যান :১৭২.৫ সেঃমিঃ (৫’-৮”)
এমওডিসি(নৌ) :১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)
অন্যান্য শাখা :১৬২.৫ সেঃমিঃ (৫’-৪”)
বুকের মাপ: :৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”)সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)।
চোখের দৃষ্টি :৬/৬
বয়স : ০১ জুলাই ২০২২ তারিখে (১) নার্বিক ১৭ থেকে ২০ বছর (২) এমওডিসি(নৌ): ১৭ থেকে ২২ বছর বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

নতুন চাকরি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনী
Bangladesh Navy

বাংলাদেশ নৌবাহিনীর অনলাইন আবেদন পদ্ধতি:
Sailor পদে আবেদনকারী প্রার্থীগনকে বাংলাদেশ নৌবাহিনীর  www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home page এ। Apply Now {Sailor and MODC(N)} এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর। মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card ও American Express)।

মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, রকেট, t-cash, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ, নেক্সাস, এমেক্স) ইত্যাদির মাধ্যমে। চার্জ ব্যতিত ২০০/০০- (টাকা দুইশত) টাকার (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে। আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *