বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওযার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড (বিপিডিবি), বাংলাদেশ এবং এনটিপিসি লিমিটেড (এনটিপিসি), ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওযার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) বাগেরহাট জেলার রামপাল নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
১। পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-মেকানিক্যাল
পদের সংখ্যা: ৩৫টি
শিক্ষাগত যোগ্যতা:
ক) যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভােকেশনাল) অথবা ন্যূনতম এইচএসসিসহ (বিজ্ঞান) ০৩ (তিন) মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স।
খ) যেকোন প্রতিষ্ঠানে ন্যূনতম ০৫ বছর সংশিষ্ট কাজের অভিজ্ঞতা।
মূল বেতনঃ ২৩,০০০
২। পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-ইলেক্ট্রিক্যাল
পদের সংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা:
ক) যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভােকেশনাল) অথবা ন্যূনতম এইচএসসিসহ (বিজ্ঞান) ০৩ (তিন) মাসের সংশিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স।
খ) যেকোন প্রতিষ্ঠানে ন্যূনতম ০৫ বছর সংশিষ্ট কাজের অভিজ্ঞতা।
মূল বেতনঃ ২৩,০০০
More Jobs : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি
৩। পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/ কম্পিউটার
পদের সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা:
ক) যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভােকেশনাল) অথবা ন্যূনতম এইচএসসিসহ (বিজ্ঞান) ০৩ (তিন) মাসের সংশিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স।
খ) যেকোন প্রতিষ্ঠানে ন্যূনতম ০৫ বছর সংশিষ্ট কাজের অভিজ্ঞতা।
মূল বেতনঃ ২৩,০০০
৪। পদের নাম: ফায়ার ইন্সপেক্টর
পদের সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা:
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইন্সটিটিউট থেকে যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা নূন্যতম এইচএসি/সমমানসহ যেকোনাে প্রতিষ্ঠানে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের সংশিষ্ট কাজের অভিজ্ঞতা।
মূল বেতনঃ ২৩,০০০
৫। পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/ কম্পিউটার।
ক) যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভােকেশনাল) অথবা ন্যূনতম এইচএসসিসহ (বিজ্ঞান) ০৩ (তিন) মাসের সংশিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স।
খ) যেকোন প্রতিষ্ঠানে ন্যূনতম ০৫ বছর সংশিষ্ট কাজের অভিজ্ঞতা।
মূল বেতনঃ ১৮,০০০
কমপেনসেশন প্যাকেজ :
ক) বিআইএফপিসিএল এর পলিসি অনুযায়ী মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা, বােনাস, সিপিএফ, গ্র্যাচুইটি এবং অন্যান্য ফ্রীঞ্জ বেনিফিট পরিশােধ করা হবে।
খ) আয়কর কর্মচারী নিজে পরিশােধ করবে। চাকুরীর প্রকৃতি ; চাকুরীর প্রকৃতি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। বিআইএফপিসইএল এর বিদ্যমান বা সময়ে সময়ে সংশােধিত পলিসি অনুসারে চাকুরীর প্রাথমিক চুক্তির মেয়াদ ০১ বছরের শিক্ষানবিশ কালসহ মােট ০৩ (তিন) বছর যা সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে পরবর্তীতে ০৩ (তিন) বছর অন্তর নবায়নের ভিত্তিতে প্রার্থীর ৬০ (ষাট) বছর বয়স পর্যন্ত প্রযােজ্য।
সাধারণ শর্ত :
১. আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীদের স্ক্যান করা রঙ্গিন ছবি এবং স্বাক্ষর যথাস্থানে আপলােড করতে হবে।
২. অনলাইনে http://bifpcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে ১৩.০১.২০২২ তারিখ (সকাল ১০:০০ টা) থেকে ৩১.০১.২০২২ (বিকাল ৫.০০ টা) তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
৩. আগ্রহী প্রার্থীদের প্রত্যেককে ৪৪৮ (চারশত আটচল্লিশ) টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা:
http://bifpcl.teletalk.com.bd
ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩/০১/২০২২ খ্রি: সকাল ১০.০০ টা।
জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/০১/২০২২ খ্রি: বিকাল ০৫.০০ টা।