সহকারী প্রকৌশলী পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকুরী খবর

Spread the love

সহকারী প্রকৌশলী পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে – রাজস্ব খাতভুক্ত নিম্নেবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ আবেদন আহবান করা যাচ্ছে-

সহকারী প্রকৌশলী পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ

পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদের সংখ্যা: ৩১
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১০০০০-২৫০০০ টাকা পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল, পানি, সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে Associate Member of the Institute of Engineers of the Institute of Engineers (AMIE) এর সেকশনে এ/বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: কম্পিউটার প্রশিক্ষণ সনদ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এবং M/S word, M/s Excel, PowerPoint সহ কম্পিউটারের পারদর্শ হতে হবে।

Online ফরম পুরণ করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ০৪ এপ্রিল ২০১৯ ইং পর্যন্ত।

বয়স সীমা: ১৮ হতে ৩০ বছর পর্যন্ত
ফরম পুরণের নিয়ম: Online এ চাকুরীর ফরম পুরণ করতে হবে।

ঠিকানা: https://rms.bwdb.gov.bd/orms/

এই ঠিকানায় login করে সঠিক ভাবে Registration করতে হবে, Registration করার ২৪ ঘন্টার মধ্যে টাকা  Payment করতে হবে।

পরীক্ষার ফি: ৬০০/- (ছয়শত টাকা)

কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা কম বেশি করতে পারে এবং প্রয়োজনে যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা রাখে।

আরো বিনোদন ও চাকুরীর খবর পেতে ভিজিট করুন

লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে ছবি, রোল নম্বর, পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র Admit Card ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো’র ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। এছাড়াও যোগ্য প্রার্থীদেরকে SMS/e-mail এর মাধ্যমে Notification প্রদান করা হবে।

zohabd Jobs Circular

Check Also

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক

গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি

Spread the loveগণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদে চাকরি ২০২৫ বাংলাদেশ গণপূর্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *