জীবন বীমা কর্পোরেশনে নিম্নবর্ণিত শুন্য পদসমূহে সরাসরি নিয়ােগের নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদপত্র আহবান করা যাচ্ছে। জীবন বীমা কর্পোরেশন (একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান) প্রধান কার্যালয়ঃ ২৪, মতিঝিল বা/এ, ঢাকা।
১। পদের নাম: জুনিয়র অফিসার – ০৮টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: (টাঃ১৬,০০০-৩৮,৬৪০/-)
২। পদের নাম: উচ্চমান সহকারী- ০২টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ ।
বেতন: (টাঃ১১,০০০-২৬৫৯০/-)
৩। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৪৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচ,এস,সি বা সমমানের ।
বেতন: (টাঃ ৯৩০০-২২,৪৯০/-)
৪। পদের নাম: অফিস সহায়ক – ২৫টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।
বেতন: (টাঃ ৮২৫০ — ২০০১০/-)
আবেদনকারীদের জন্য ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলি:
১. আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট http:/dbc.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে online এ রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তাবলি ও প্রদত্ত নির্দেশিকা মােতাবেক ফরম পূরণ করে আবেদন করতে হবে।
২. আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় ৩১-০৮-২০২১ খ্রিঃ, বিকেল: ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
৩. নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘণ্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে।
৪. পরীক্ষার ফি বাবদ — (ক) জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৫৬০/- (পাঁচশত খাট টাকা) জমা দিতে হবে (খ) উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৩৪০/(তিনশত চল্লিশ টাকা) জমা দিতে হবে; (গ) অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ২৩০/- (দুইশত ত্রিশ টাকা) জমা দিতে হবে।
আবেদন করার ঠিকানা: ওয়েবসাইট http://jbc.teletalk.com.bd