স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ৪র্থ, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (HPNSP) কর্মসূচীর অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (HSM)” শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় “সেকেন্ডারী ও টারশিয়ারী লেভেল হাসপাতালসমূহে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন প্রকল্পের জন্য ০১ জুলাই ২০১৭-৩০ জুন ২০২২ ইং পর্যন্ত মেয়াদে সরাসরি নিয়ােগ পদ্ধতিতে নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে সরাসরি নিয়ােগের নিমিত্তে সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
১। সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য)- ১ (এক)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/ এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন ৫৬,৫২৫/-
২।সিনিয়র ইন্সট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি) -১ (এক)
শিক্ষাগত যোগ্যতা: ফিজিও থেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পীচ থেরাপি বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রীসহ থেরাপি) স্নাতকোত্তর ডিগ্রী ও সংশ্লিষ্ট কাজে ০৭ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন ৫৬,৫২৫/ –
৩।ট্রেনিং কো-অর্ডিনেটর -১ (এক)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর/সমমানের ডিগ্রী ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন-৩৫,৬০০/-
৪। শিশু স্বাস্থ্য চিকিৎসক- ২১(একুশ)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস; শিশু রােগে উচ্চতর ডিগ্রীধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
বেতন: সাকুল্য বেতন-৩২,৩০০/-
৫। শিশু মনােবিজ্ঞানী- ২০ (বিশ)
শিক্ষাগত যোগ্যতা: ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী ও সংশ্লিষ্ট কাজে
০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন-৩২,৩০০/-
৬। ডেভেলপমেন্টাল- ২১ (একুশ)
শিক্ষাগত যোগ্যতা: ফিজিও থেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পীচ থেরাপিস্ট থেরাপি বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রীসহ স্নাতকোত্তর ডিগ্রী ও নিউরাে ডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ার ০৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্য বেতন-৩২,৩০০/-
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ
১. ০১/১০/২০২০খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
২. সরকারী/আধা সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময়
প্রদর্শন করতে হবে।
৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online -এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/১০/২০২০খ্রিঃ সকাল-১০.০০টা।
| Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১২/১১/২০২০ খ্রিঃ বিকাল-০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহত্তির) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষার ফি:
পরীক্ষার ফি বাবদ ৫০০/- ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬০/- টাকা মােট ৫৬০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ০৭ অক্টোবর ২০২০ ইং