বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মচারীদের শূন্য পদসমূহে বিধি মােতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের বিপরীতে উল্লেখিত জাতীয় বেতনস্কেলে নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
১। উচ্চমান সহকারী -০১ টি
বেতন: টাকা ১১০০০-২৬৫৯০
২। ক্লাসিফায়ার-০১টি
বেতন: টাকা ১১০০০-২৬৫৯০
৩।অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (আইকিউএসি)-০১টি
বেতন: টাকা ৯৩০০-২২৪৯০
৪। নিম্নমান সহকারী-০১টি
বেতন: টাকা ৯৩০০-২২৪৯০
৫। নিরাপত্তা প্রহরী-০২টি
বেতন: টাকা ৮২৫০-২০০১০
৬।নিরাপত্তা প্রহরী (নাইট গার্ড)-০১টি
বেতন: টাকা ৮২৫০-২০০১০
৭। অফিস সহায়ক আইকিউএসি সহ-০৬টি
বেতন: টাকা ৮২৫০-২০০১০
৮। হেলপার ফর কার্পেন্টার-০১টি
বেতন: টাকা ৮২৫০-২০০১০
প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে :
(১) লিখিত পরীক্ষা । লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য (৪র্থ শ্রেণি ব্যতীত)
(২) কম্পিউটার ও আইসিটি টেস্ট/প্রাকটিক্যাল টেস্ট এবং প্রাগুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য
(৩) মৌখিক পরীক্ষা। কম্পিউটার চালনায় দক্ষতা না থাকলে আবেদন করার প্রয়ােজন নাই।
আবেদনের শেষ তারিখ : ২০-১০-২০২০।
বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bou.edu.bd) দেখুন।
সূত্র: প্রথম আলো, তারিখ: ২২/০৯/২০২০ ইং