এজিসি স্পিনিং মিলস লি: এবং এসএন স্পিনিং মিলস লিমিটেড জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

এজিসি স্পিনিং মিলস লি: এবং এসএন স্পিনিং মিলস লিমিটেড ঢাকার অদুরে আধুরিয়া, রুপগঞ্জ, নারায়নগঞ্জে অবস্থিত সুপ্রতিষ্ঠিত (ফ্যাক্টরী ও প্রধান কার্যালয়)এ নিম বর্নিত পদে জরুরী ভিত্তিতে লােক নিয়ােগ করা হবে ।

১।জেনারেল ম্যানেজার -০১
শিক্ষাগত যোগ্যতা:বিএসসি হন টেক্সটাইল টেকনােলজি। স্ব-পদে প্রাতষ্ঠান প্রতিষ্ঠান পরিচালনায় নূন্যতম ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২। ম্যানেজার (এডমিন) -০১
শিক্ষাগত যোগ্যতা: এম.এ/এমবিএ(এইচআরএম) স্নাতকোত্তর স্পিনিং মিলে ৭-৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।

৩।ম্যানেজার /সহকারী ম্যানেজার-কমার্শিয়াল (হেড অফিস) -০১
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ। স্পিনিং মিলে সংশ্লিষ্ট পদে ৪-৫ বছরের চাকুরীর বাস্তব অভিজ্ঞতা।

৪।ম্যানেজার/সহকারী ম্যানেজার (লিগাল)-০১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর(এলএলবি)। ভূমি(আইন,ব্যাবস্থাপনা, অধিগ্রহণ, জরিপ ও অন্যান্য) সম্পর্কে ৪-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৫।প্রােডাকশন অফিসার/সহকারী প্রেডাকশন অফিসার-১০
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন টেক্সটাইল টেকনােলজি/ডিপ্লোমা-ইন টেক্সটাইল টেকনােলজি।

৬।সিকিউরিটি ইনচার্জ/অফিসার-০১
শিক্ষাগত যোগ্যতা: ডিফেন্স জুনিয়র কমিশন অফিসার অবসরপ্রাপ্ত, শিল্প প্রতিষ্ঠানে নূন্যতম ৫ বছরের কাজের ভিজ্ঞতাসহ ডিগ্রীধারী, বয়স সর্বোচ্চ ৫০ বছর।

৭। সিকিউরিটি সুপারভাইজার-০৪
শিক্ষাগত যোগ্যতা:এইচ.এস.সি/এস.এস.সি ।সেনা/নৌ/বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট কর্পোরাল ।

৮। সিকিউরিটি গার্ড-১৫
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম ৮ম শ্রেণী পাস। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ও আকর্ষনীয় বেতন দেওয়া হবে ।

৯। মহিলা চেকার – ০৫
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এইচ.এস.সি পাস বয়স অনূর্ধ ৩৫ বছর।

১০। ড্রাইভার-০২
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/৮ম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সব ধরনের প্রাইভেট গাড়ী চালানাের
ক্ষেত্রে ৭-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা।

এজিসি স্পিনিং মিলস এ আগ্রহী প্রার্থীগনকে খামের উপর প্রার্থীত পদের নাম উল্লেখ পূর্বক পূর্ন জীবন-বৃত্তান্ত,শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি এবং সম্প্রতি তােলা ০২ কপি পাসপাের্ট সাইজের ছবি ও মােবাইল নম্বরসহ আগামি ১০ দিনের মধ্যে সরাসরি/ডাকযােগে নিম ঠিকানায় আবেদন করুন । এজিএম (HR & Admin) এজিসি স্পিনিং মিলস লি:, প্রধান কার্যালয় বাড়ী # ৬৯, রােড # ১৭,রক # সি,,বনানী,ঢাকা-১২১৩।

* বেতন ও ভাতাধি আলােচনা সাপেক্ষে।

Loading spinner

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *