লালপুরে তীব্র খরতাপ ও ভ্যাপসা গরম
উত্তরাঞ্চলের সবচেয়ে উচুঁ ও কমবৃষ্টিপাতের এলাকা হিসেবে পরিচিত নাটোরের লালপুর উপজেলায় গত দুই দিন যাবত জ্যৈষ্ঠর তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন।
রবিবার (১৭ মে) সকল থেকে তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে শরীর থেকে শুধু ঘাম ঝড়ছে। বাহিরে প্রচন্ড খরতাপে শরীর জ¦লে যাচ্ছে। ঘরে ফ্যানের বাতাসেও যেনো আগুনের হাবগি বইছে কোথাও একটু স্বস্থির ছায় নেই। জ্যৈষ্ঠর এই গরমে সবচেয়ে বেশি বিপদে পড়েছে রোজাদাররা।
আমিও শহীদ হব-সার্জেন্ট মোঃ আনিসুর রহমান
তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে রোজাদারদের প্রান উষ্ঠাগত। তেষ্ঠায় বুক গলা শুখিয়ে আসছে। এই তীব্র খরতাপ ও ভ্যাপসা গরম থেকে একটু স্বস্থি পেতে অনেকেই দুই থেকে তিন বার গোসল করছেন। তীব্র খরায় গাছ-গুল্ম-লতা ও প্রাণীকুল বিপর্যস্ত হয়ে পড়েছে।
লালপুরে তীব্র খরতাপ ও ভ্যাপসা গরম
ঈশ^রদী আবহাওয়া অফিস বলছে, ‘এই দাবদাহ অব্যহত থাকবে তবে বাতাসের আদ্রতায় জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বেশি অনুভুত হচ্ছে।’
মো. আশিকুর রহমান টুটুল