তাবাসুম মেঘলার কবিতা করোনা
অদৃশ্য অসুখের তান্ডবে..
কি কঠিন দিন পারি দিচ্ছি নিত্য।
প্রতিটি মুহূর্তে মৃত্যুভয়ের
কেবলি হাপাচ্ছি আমরা।
করোনার তান্ডবে লন্ডভন্ড সব নীরব নিকুঞ্জের মতন
যেন জীবনে নেমেছে এক চিরস্তব্ধতা!
চারিদিকে আতঙ্ক আর ভয়
এই বুঝি করোনায় প্রাণ যায়।
প্রতি মুহুর্তে করোনা কেরে নিচ্ছে হাজারো প্রাণ
অদৃশ্য এই শক্তি বিরুদ্ধে প্রতি মুহুর্তে করে চলেছি যুদ্ধ।
থেমেছে সচ্চল নগর, শহরের হাসিগুলো হয়েছে কান্নার সমুদ্র এক
চারদিকে থমথমে পরিবেশ,এক নব চিত্রে বদলেছে কালের আবহ।
মানুষেরা লাশ হয়েছে মিছিল
আমরা অবাক-অতিষ্ট আজ!
অতীতে আমরা যেমন করেছি যুদ্ধ জয়,
এবারও অদৃশ্য অসুখের কাছে হবনা পরাজয়।