নাটোরের লালপুর উপজেলা নমুনা সংগ্রহ
নাটোরের লালপুর উপজেলায় নতুন ৭জন সহমোট ৭২ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (০৩মে) এই নতুন ৭ জনের নমুনা সংগ্রহ করে নাটোর সিভিল সার্জনের নিকট পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম নতুন ৭জনের নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করে জানান, ‘রবিবার ০৩মে পর্যন্ত উপজেলায় নতুন ৭ জনসহ মোট ৭২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
২মে শনিবারের ১৯জন সহমোট ২৯ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আজ রবিবার নতুন সংগ্রহকৃত ৭জনের নমুনা পরীক্ষার জন্য আগামীকাল নাটোর সিভিল সার্জনের নিকট পাঠানো হবে।’তিনি আরো জানান, ‘এখন পর্যন্ত লালপুর উপজেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মল বানীন দ্যুতি জানান, উপজেলায় এখন পর্যন্ত হোমকোয়ারেন্টাইনে আছে ২৮৬জন। লালপুর উপজেলায় এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি।’ করোনা ভাইরাসের প্রদুর্ভাব রোধে উপজেলা বাসীকে সামাজিক দুরত্ব মেনে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।