বাংলা ব্যাকরণে সমাস ও সমাসের প্রকারভেদ

Spread the love

সমাস কাকে বলে?
‘সমাস’ শব্দটি সংস্কৃত শব্দ। সম + আস্ + অ = সমাস। সমাসের আভিধানিক অর্থ ‘একত্রে অবস্থান’। পরস্পর অর্থ-সঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ মিলে এক পদ হওয়াকে সমাস বলে।
যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

সমাস কত প্রকার ও কি কি?
সমাস সাধারণত ৬ প্রকার। যথা:
১. দ্বন্দ্ব সমাস ২. কর্মধারয় সমাস ৩. তৎপুরুষ সমাস
৪. বহুব্রীহি সমাস ৫. অব্যয়ীভাব সমাস ৬. দ্বিগু সমাস

বাংলা ব্যাকরণে ৫০টি গুরুত্বপূর্ণ সমাস

সলিলসমাধি – সলিলে সমাধি – ৭মী তৎপুরুষ
সপ্তডিঙ্গা – সস্ত (সাত)ডিঙ্গার সমাহার – দ্বিগু
অনাশ্রিত – নয় আশ্রিত যে -নঞ বহুব্রীহি সমাস
কানাকানি – কানে কানে যে কথা – বহুব্রীহি
নবপৃথিবী – নব যে পৃথিবী – কর্মধারয়
আমরা – আমি, তুমি ও সে -দ্বন্দ্ব
উপবন – বনের সদৃশ – উপদ্বীপ
রাজপথ – পথের রাজা -ষষ্ঠী তৎপুরুষ সমাস
প্রগতি – প্রকৃষ্ট যে গতি – প্রাদি সমাস
বাকবিতণ্ডা – বাক দ্বারা বিতণ্ডা -তৃতীয়া তৎপুরুষ

সপ্তর্ষি – সপ্ত (সাত) ঋষির সমাহার – দ্বিগু
বীণাপাণি – বীণা পাণিতে যার – বহুব্রীহি
শশব্যস্ত – শশকের ন্যায় ব্যস্ত – কর্মধারয় সমাস
দম্পতি – জায়া ও পতি – দ্বন্দ্ব সমাস
কচুকাটা – কচুর মতাে কাটা -উপমান কর্মধারয়
উপজেলা – জেলার সদৃশ -অব্যয়ীভাব
তেপায়া – তে (তিন) পায়ের সমহার – দ্বিগু সমাস
দেশান্তর – অন্য দেশ – নিত্য সমাস
প্রাণপাখি – প্রাণ রূপ পাখি – রূপক কর্মধারয়

কাজলকাল – কাজলের মতাে কালাে উপমিত কর্মধারয়
ঈগল পাখি – ঈগল নামের পাখি – মধ্যপদলােপী কর্মধারায়
কলঙ্করেখা – কলঙ্কের রেখা – ষষ্ঠী তৎপুরুষ
গাছপাকা -গাছে পাকা – ৭মী তৎপুরুষ
চা-বাগান – চায়ের বাগান -ষষ্ঠী তৎপুরুষ
জয়মুকুট – জয়ের নিমিত্ত মুকুট -৪র্থী তৎপুরুষ
জনাকীণ -জন দ্বারা আকীর্ণ -৩য়া তৎপুরুষ
মিঠেকড়া – মিঠে ও কড়া – দ্বন্দ্ব সমাস
প্রাণভয় -প্রাণ যাওয়ার ভয় – মধ্যপদলােপী কর্মধারয়
তপোবন – তপের নিমিত্ত বন – ৪র্থী তৎপুরুষ

ত্রিফলা – ত্রি (তিন) ফলের সমাহার – দ্বিগু
বিষাদসিন্ধু -বিষাদ রপ সিন্ধু – রূপক কর্মধারয়
দম্পতি– জায়া ও পতি – দ্বন্দ্ব সমাস
কোলাকুলি -কোলে কোলে যে মিলন – বহুব্রীহি
গাছপাকা – গাছে পাকা – ৭মী তৎপুরুষ
যথারীতি – রীতিকে অতিক্রম না করে – অব্যয়ীভাব
তেরোনদী – তেরো নদীর সমাহার – দ্বিগু
আয়কর – আয়ের জন্য কর – তৎপুরুষ সমাস
হিতাহিত – হিত ও অহিত – দ্বন্দ্ব
যুগান্তর – অন্য যুগ – নিত্য সমাস

রাতকানা – রাতে কানা – সপ্তমী তৎপুরুষ
হাসাহাসি – হাসিতে হাসিতে যে কর্ম – বহুব্রীহি
নাতজামাই – নাতিনের জামাই – ষষ্ঠী তৎপুরুষ
হাঁটুজল – হাঁটু পযন্ত জল – ৫মী তৎপুরুষ
মধুকর – মধু সংগ্রহ করে যে – উপপদ তৎপুরুষ
মহাত্মা – মহান আত্মা যার – বহুব্রীহি
রাজপথ – পথের রাজা – ষষ্ঠী তৎপুরুষ
সহৃদয় – হৃদয়ের সহিত বর্তমান – বহুব্রীহি
একরোখা – একদিকে রোখ যার – বহুব্রীহি
বিয়েপাগল – বিয়ের জন্য পাগল – ৪র্থী তৎপুরুষ সমাস

আরো পড়ুন : ১০০টি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ
Loading spinner

Check Also

অল্প বিদ্যা ভয়ংকর

অল্প বিদ্যা ভয়ংকর ।। ভাবসম্প্রসারণ ।। ZohaBD

Spread the love অল্প বিদ্যা ভয়ংকর বিদ্যা মানুষের জীবনের আলো। বিদ্যা যত বেশি অর্জন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *