নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে খোলা বাজারে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের ১৭১ বস্তা চাল উদ্ধার করেছে থানা পুলিশ।
এসময় চালের ডিলার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা আসুদুজ্জামানকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই
বুধবার (১২ এপ্রিল) দুপুরে চালগুলো উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওএমএসের ১৭১ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ডিলার আসাদুজ্জামান উত্তোলন করেছিলেন ১০ টাকা কেজি করে বিক্রির জন্য। খাদ্য বান্ধব কর্মসূচী স্থগিতের পর চালগুলোর ব্যাপারে না জানিয়ে আত্মসাতের পরিকল্পনা করছিলেন তিনি।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বিস্ময় প্রকাশ করে বলেন, যেদিন খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয় সেদিন বেশ কিছু ডিলার চাল উত্তোলন করেছিলেন। তারা অঙ্গীকার করেছিলেন, তালিকা অনুযায়ী চালগুলি বিতরণ করবেন। ডিলার আসাদুজ্জামান তার কাছে চাল মজুদের বিষয়টি গোপন করে গেছেন। মজুদ থেকে যাওয়ায় চালগুলি সরকারি গুদামে না রেখে পরিত্যক্ত একটি ভবনে রেখেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
//zohabd.com/নাটোর