ঢাকা হেমায়েতপুর থেকে নাটোরের লালপুরে ফেরত আসা ১ এক ব্যাক্তির পরিবারকে ১৪ দিনের জন্য লকডাউন করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কদিমচিলান এলাকায় ঐ পরিবার কে লকডাউন করে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, ‘গত ১ তারিখে ঐ যুবক ঢাকার হেমায়েত পর থেকে লালপুরের কদিমচিলানে নিজ বাড়িতে ফেরত আসে। হটাৎ ৯ এপ্রিল তার শরীরের জ্বর অনুভুত হলে তাকে বড়াইগ্রাম পাটোয়ারী জেনারেল হাসপালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক জ্বরের জন্য চিকিৎসা প্রদান করেন’।
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শাহেদ আহম্মেদ লকডাউনের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঢাকা থেকে ঐ যুবক তার নিজ গ্রাম উপজেলার কদিমচিলানে ফিরে আসে। পরে তার শরীরে জ্বর দেখা দিলে সে বনপাড়ারার পাটোয়ারী জেনারেল হাসপাতালে জ্বরের প্রাথমিত চিকিৎসা গ্রহণ করে। জনগনের নিরাপত্তার স্বার্থে ঐ একটি পরিবারকে ১৪ দিনের লকডাউন করা হয়েছে।’
কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা লকডাউনের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঢাকা ফেরত ঐ যুবকের পরিবারকে ১৪ দিন বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পরিবারে ১০ কেজি চাউল দেওয়া হয়েছে।’
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান,‘ আমি এই বিষয়টি শুনেছি। তবে ঐ পরিবারকে ১৪দিন বাহিরে বের হতে নিষেধ করা হয়েছে।’
//zohabd.com/ মো. আশিকুর রহমান টুটুল, নাটোর