বাড়ি লকডাউন -করোনা ভাইরাসের সংক্রামন
বাড়ি লকডাউন -করোনা ভাইরাসের সংক্রামন মোকাবেলায় সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা প্রতিরোধ কমিটি’ “সিপিসি” নিরোলশ ভাবে কাজ করে চলেছে।
বৃহস্প্রতিবার (৯ এপ্রিল) রাতে বাগাতিপাড়া পৌর এলাকার বারইপাড়া মহল্লায় ঢাকা থেকে বাড়ি ফেরা এক পরিবারকে লকডাউন নিশ্চিত করে সংগঠনটি আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে ওই পরিবারের ৫ সদস্যেকে প্রথম পর্যায়ে ৭ দিনের খাবার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
আরো খবর : FDR এফডিআর কোন ব্যাংকে কত সুদ দেয়
এর পরেও বিশেষ প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দরকার পড়লে স্বেচ্ছাসেবীদের মুঠো ফোনে জানালে সামগ্রী পৌছে দেয়া হবে ওই পরিবারকে এমনটি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সংগঠন সূত্রে জানা যায়, পুলিশ ও উপজেলা প্রশাসকে সহযোগীতা করছে “সিপিসি”। সেই সাথে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে বাড়ি ফেরা পরিবারকে হোম কোয়ারান্টাইন মানতে পরামর্শ প্রদান করচ্ছে। পাশাপাশি সংগঠনের সংগ্রহিত তহবিল থেকে হোম কোয়ারান্টাইনে থাকা পরিবারের খাবার নিশ্চিত করা হচ্ছে।’
//zohabd.com/আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া প্রতিনিধি