করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া দুস্ত নাড়ী যেমন, বিধবা বা দিনমজুর নাড়ি যারা সংসারের একমাত্র উপার্জনকারী তাদেরকে রাতের আঁধারে তালিকা আকারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে নাটোরের বাগাতিপাড়ার সেচ্ছাসেবী সংগঠন “পাশে আছি”।
আজ বুধবার (০৮ এপ্রিল) রাতে তালিকা অনুযায়ী উপজেলার ২৩জন অসহায় নারী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাবার সামগ্রী বিতরণ করেন।
এর আগে প্রথম ধাপে ৬৫ টি অসহায় নাড়ী পরিবাকে খাদ্য সহযোগিতা প্রদান করেন। একইভাবে গতকাল মঙ্গলবার (৭এপ্রিল) রাতে আরো ৪০টি নাড়ী পরিবারকে তাদের সহযোগিতা পৌঁছে দেন।
খাদ্য সহায়তা হিসেবে আছে, চাল ৫ কেজি, ১ কেজি গমের আটা, আধা কেজি করে মসুরের ডাল, সসয়াবিন তেল, মুড়ি ও লবণ, ২ কেজি আলু। এছাড়াও ১টি সাবান, ২০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার এবং ২টি দিয়াশলায়।
“পাশে আছি” সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সারাদেশের ন্যায় এই উপজেলাতেও করোনার প্রভাব পড়ে। সেই প্রভাবের কারণে যে পরিবারের একমাত্র উপার্জনকারী নাড়ী, তারাই সবচেয়ে বেশি অসহায় হয়ে পরেছে। তাই তারা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেসকল পরিবারকে রাতের আঁধারে তাদের সামান্য সহযোগিতা পৌছে দিচ্ছেন। তারা আরও জানান, প্রথম ধাপে ৬৫ টি অসহায় নাড়ী পরিবাকে খাদ্য সহযোগিতা প্রদান করেন। একইভাবে গতকাল মঙ্গলবার (৭এপ্রিল) রাতে আরো ৪০টি নাড়ী পরিবারকে তাদের সহযোগিতা পৌঁছে দেন।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
জানাগেছে, ২০২০ সালের প্রথমে ১১জন সদস্য দিয়ে “পাশে আছি” নামে সেচ্ছাসেবী এই সংগঠনটি উপজেলার বিহারকোল বাজারে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। নবগঠিত সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নিঃস্ব হয়ে পড়া অসহায় মানুষকে শ্রম, খাদ্য ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে আসছে।
উক্ত সংগঠনটির একজন অন্যতম সদস্য জানান, তাদের “পাশে আছি” সেচ্ছাসেবী সংগঠনটি নিজেদের অর্থায়নে অসহায় নাড়ী পরিবারকে সাহায্য সহযোগিতা করছেন। তিনি আরও বলেন, সহযোগিতার পাশাপাশি তারা ১১শত ফেস মাক্স বিতরণ করেন এবং সবাইকে সচেতন ও নিরাপদ থাকতে জনসচেতনতা মূলক বক্তব্য রাখছে। এবং তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
//zohabd.com/আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া প্রতিনিধি
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই