নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউপির কচুয়া গ্রামে রুহুল আমিন রতন নামের এক কৃষকের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলার কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানান গেছে, মঙ্গলবার রুহুল আমিন রতনের স্ত্রী রান্না ঘরে রান্না করছিলো, এসময় ঘরে ছেলে কে আনতে গেলে হঠ্যাৎ চুলা থেকে রান্না ঘরে আগুন লেগে যায়। মহুর্তের মধ্যেই এই আগুন রতনের তিনটি ঘরে ছড়িয়ে পরে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও তিনটি ঘরসহ ঘরে থাকা ধান,চালসহ সকল আসবাবপত্র মুহুর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক রুহুুল আমিন রতন।
আড়বাব ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থর পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বস্তা চাল ও ১হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও ইউএনও ও উপজেলা চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।’
//zohabd.com/মো. আশিকুর রহমান টুটুল
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই