বাগাতিপাড়ায় চাল বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য সরকারি বরাদ্দকৃত দ্বিতীয় ধাপের অনুদানের মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করলেন ।
বাগাতিপাড়া পৌরসভার মেয়ের মোশাররফ হোসেন এই চাল জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন। এসময় পৌরসভার প্রতটি ওয়ার্ডের কাউন্সিলর ও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে জনপ্রতিনিধিরা স্ব স্ব ওয়ার্ডে কমিটির মাধ্যমে তালিকা আকারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই অনুদানের চাল পৌঁছে দিয়ে আসেন।
এ বিষয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কুদ্দুস বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এই অনুদান পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি অনুদান আমরা সুষ্ঠুভাবে বন্টন করছি।
পবিত্র ঈদের দিনে আমাদের কি করনীয় এবং কি বর্জনীয়
পৌর মেয়র মোশাররফ হোসেন বলেন, সরকারি অনুদান সঠিকভাবে আসছে এবং সেই অনুদান সঠিকভাবেই বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি এই দুর্যগের সময় সমাজের বিত্তশালীদের সমাজে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান করেন।
আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া থেকে