করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য এবার নাটোর জেলার ১০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভাইরোলজি বিভাগে। রামাকে করোনা পরীক্ষা শুরুর পর এই প্রথম নাটোর জেলা থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১০জনের নমুনা পাঠানো হল।
আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১০জনের নমুনা সংগ্রহ করে রামেকের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। বিভাগ কর্তৃপক্ষ ফলাফল জানতে আজ সন্ধ্যা ৬টায় যোগাযোগ করতে বলেছে।
পরীক্ষার ফলাফল নেতিবাচক হলে রামেক কর্তৃপক্ষ সরাসরি জানাবে এবং পজিটিভ হলে আইইডিসিআর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই