শিরোনামঃ জন্মভূমি কবি----- আশিকুজ্জামান জুয়েল মাগো তুমি কি ভোরের শুভ্র সকাল তাজা বাতাসের সতেজ ফুলের গন্ধ? নাকি ঘাসের ডগায় হীরক সদৃশ পা ভেজানো ছোট্ট শিশির বিন্দু। মাগো তুমি কি শীতের আর্দ্র সকাল ধুম্রতায় আচ্ছন্ন কুয়াশার মেঘ? নাকি কৃষকের মাথাল বাহুকের আগায় ছুটে চলা সবুজ ফসলের ক্ষেত। মাগো তুমি কি ক্ষেতের সোনালী ধান রুপালী পাট, হলদে সরষে ফুল নাকি আখের ডগায় ফুটে উঠা ছোপ ছোপে সাদা শরতের কাশফুল। মাগো তুমি কি প্রমত্তা মেঘনার ঢল সুরমার জল,ভরা যমুনার পানি নাকি জল শুস্ক, চিরে চৌচির তপ্ত হাওয়ার উষ্ণ মরুভূমি। মাগো তুমি কি বর্ষার প্রথম কদম রক্তজবা,কৃষ্ণচূড়া,শিমুলের লাল দুল নাকি সাদা শুভ্র হাসনাহেনা, রজনীগন্ধা পারুল কাঁঠালি সন্ধ্যা মালতী ফুল। মাগো তুমি কি ভাসা কচুরিপানা কলমিলতা, লজ্জাবতীর লাজুক লতা নাকি গাছের ডালের পাখির বাসা মায়া জড়ানো আলোকলতা। মাগো তুমি কি দুখুর গীতিমালা ঠাকুরের সংগীত নাকি আব্বাসের সুরের পাখি আলীমের প্রমত্তা পদ্মার গীত। মাগো তুমি কি রোকেয়ার নারীর অধিকার কবি সুফিয়ার পল্লী মায়ের কোল নাকি জসীমউদ্দীনের রাখাল ছেলে, আসাদের শার্ট জাহানারা ইমামের উদ্দামতার ঢোল। মাগো তুমি কি ২১ এর বর্নমালা ৭ এর উত্তালতা, ২৫শের কালোরাত্রি নাকি ২৬শের প্রতিরোধ, ১৭ র শপথ ১৬ র বিজয়ী শক্তি। মাগো তুমিই কি মোর প্রাণের বাংলা সোনা ঝরানো,নিত্য তোমায় চুমি নাকি আবেগে ভরা, পাগল করা হৃদয় মাঝে ধারন করা সাধের জন্মভূমি। আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে