ফজর নামাজ পড়ার ১০টি বড় ফজিলত বর্ণনা

Spread the love

ফজর নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি অন্ধকার ভোরে আল্লাহর স্মরণে জেগে ওঠার শক্ত প্রমাণ। ফজরের নামাজে আল্লাহ বিশেষ ফজিলত দান করেছেন—রুহানী শান্তি, রিযিকের বরকত, সুরক্ষা, গুনাহ মোচন এবং জান্নাতের সুসংবাদসহ অসংখ্য কল্যাণ।

ফজর নামাজ পড়ার ১০টি বড় ফজিলত

ফজর নামাজ পড়ার ১০টি বড় ফজিলত। ফজর নামাজ পড়ার বহুগুন রয়েছে। তার মধ্যে শুধু ১০টি উল্লেখ্য করা হলো।

০১। ফজরের নামাজে দাঁড়ানো, সারা রাত দাঁড়িয়ে নামায পড়ার সমান।
‘যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো।
০২। ওই দিনের পুরোটা আল্লাহর জিম্মায় থাকার দুর্লভ সৌভাগ্য। ফজরের নামাজ পড়লেই শুধু এ-ঈর্ষণীয় সৌভাগ্য লাভ করা যাবে।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

০৩। ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে। ‘যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেঁটে যায়,
তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও।’ (আবু দাউদ)
০৪। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ।
০৫। মুনাফেকি থেকে মুক্তি পাবে।

ফ্ল্যাট কিনে প্রতারিত ফ্ল্যাট কিনে প্রতারিত হতে না চাইলে মেনে চলুন ১০টি কৌশল

০৬। সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে।
০৭। দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে।‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ।’ (তিরিমিযি)
০৮। পরিপূর্ণ এক হজ্জ ও ওমরার সওয়াব পাবে।
০৯। তুলনাহীন গণিমত লাভ করবে।
১০। কেয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য । আমিন।

সুদের ভয়াবহতা সম্পর্কে কুরআন ও হাদিস কী বলে?

Loading spinner

Check Also

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি | বাংলাদেশের প্রতিটি বিভাগের জন্য

Spread the loveআজকের নামাজের সময়সূচি। বাংলাদেশের প্রতিটি বিভাগে নির্দিষ্ট সময় আপনার শহরের স্থানীয় সময় অনুসারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *