বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন” এ নিম্নলিখিত পদে নিয়ােগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
০১) সিনিয়র প্রােগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্র ঋণ কর্মসূচী) – ৪৫ জন,
মাসিক বেতনঃ ২২,২০২ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর পাশ
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে
অভিজ্ঞতাঃ সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে “সঞ্চয় ও ঋণ কার্যক্রমে কমপক্ষে ০২ বছর শাখা
ব্যবস্থাপক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০২) প্রােগ্রাম অফিসার (ক্ষুদ্র ঋণ কর্মসূচী) – ০৮ জন,
মাসিক বেতনঃ ১৯,৩১৪ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ
বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
অভিজ্ঞতাঃ প্রয়ােজন নেই,
০৩) ফার্স্ট প্রােগ্রাম অফিসার ও ব্র্যাঞ্চ একাউনটেন্ট (অর্থ ও হিসাব) – ১৮ জন
মাসিক বেতনঃ ১৬,৬০৬ টাকা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্নাতক (বানিজ্য) পাশ
বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে ।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার
০৪) ফার্স্ট ক্রেডিট অফিসার (ক্ষুদ্র ঋণ কর্মসূচী) – ১৩৪ জন
মাসিক বেতনঃ ১৪,৭১৩ টাকা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি/ সমমান পাশ
বয়স: অনুদ্ধ ২৫ বছর
শর্তাবলী:
ক) সকল পদের ক্ষেত্রে বর্ণিত মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী
অন্যান্য ভাতা এবং সুযােগ সুবিধাদি যেমন – কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব
বােনাস, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা পাবেন।
খ) কর্মস্থল ঃ কর্মস্থল উদ্দীপনের কর্মএলাকা বাংলাদেশের যে কোন জেলা/উপজেলায়।
গ) সংস্থার প্রয়ােজনে আবেদনকারীর সাথে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে যােগাযােগ করার জন্য সঠিক মােবাইল নম্বর, পদের নাম ও যােগাযােগের ঠিকানা দরখাস্তে অবশ্যই উল্লেখ করতে হবে।
ঘ) খামের উপর অবশ্যই পদের নাম এবং ৪নং পদের জন্য প্রার্থী যে এলাকায় (ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নােয়াখালী, বরিশাল,
পিরােজপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, বগুড়া, সুনামগঞ্জ, রাজশাহী, যশাের এবং রংপুর) পরীক্ষা দিতে ইচ্ছুক লিখতে হবে।
ঙ) আবেদনপত্রের সাথে ২০০/- টাকার ব্যাংক ড্রাফট /পে-অর্ডার/পােষ্টাল অর্ডার (অফেরতযােগ্য) “উদ্দীপন” এর অনুকূলে জমা দিতে হবে ।
চ) আবেদনকারীকে ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়
পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয় দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা ও ফোন নম্বর উল্লেখসহ উর্ধ্বতন সহকারি পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, উদ্দীপন – প্রধান কার্যালয়, বাড়ী নং- ৯, রােড নং-০১, ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ, রিং রােড, আদাবর, ঢাকা – ১২০৭ বরাবর ০৫/০৪/২০২০ ইং তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরােধ করা হচ্ছে। ৭) প্রার্থীকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ার গঠনে আন্তরিক হতে হবে।
সকল পদে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।